এবার ব্রিটেনে অভিযোগের মুখে জাকির হোসেন
বাংলা hunt ডেস্ক : ভারতের পর ব্রিটেনে চাপের মুখে পড়লেন পিস টিভি চ্যানেলের প্রতিষ্ঠাতা জাকির নায়েক। ব্রিটেনে সম্প্রচার মাধ্যম জাকিরের বিরুদ্ধে ঘৃণা ও সন্ত্রাস ছড়ানো এবং তরুণদের জঙ্গি প্রশিক্ষণের যোগদানে উৎসাহিত করার অভিযোগ আনা হয়েছে। এনিয়ে তদন্ত চালাচ্ছে ব্রিটেনের সম্প্রচার মাধ্যম নিয়ন্ত্রণকারী সংস্থা ‘অফিস অব কমিউনিকেশনস’ (অফকম)। অফকম জাকিরের বিরুদ্ধে অভিযোগ এনেছে ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান রেস্টুরেন্টে যে হামলার ঘটনায় ২৬ জন নিহত হয়েছিলেন সেই হামলায় অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেছিলেন তিনি। আরও অভিযোগ পিস টিভির মাধ্যমে জাকির তার সন্ত্রাসবাদে উসকানি দেওয়া বক্তব্য প্রচার করেন ব্রিটেনে। এছাড়াও তার বিরুদ্ধে ঢাকার হোলি আর্টিজান রেস্টুরেন্টে হামলায় অভিযুক্তদের উসকানি দেওয়ার প্রমাণ মিলেছে।
ব্রিটেনের সম্প্রচার মাধ্যম নিয়ন্ত্রণকারী সরকারি সংস্থা অফকম জানিয়েছে, সম্প্রচার বিধিমালা লঙ্ঘিত হচ্ছে কি না তা নিশ্চিত করতে তারা পিস টিভির বিরুদ্ধে ছটি তদন্ত চালাচ্ছে। পিস টিভিকে তাদের কার্যক্রমের বিষয়ে ইতোমধ্যে দুইবার দোষী সাব্যস্ত করেছে অফকম, যদিও চ্যানেলটি এখনও তার লাইসেন্স হারায়নি। প্রসঙ্গত, ইতিমধ্যে ভারতের তরফে মালয়েশিয়ার কাছে জাকির নায়েকের প্রত্যর্পণের দাবি জানিয়েছে। তার বিরুদ্ধে পিস টিভির মাধ্যমে ভারতের অভিযোগ ঘৃণা ছড়ানো ও তরুণদের জঙ্গি কার্যকলাপে প্ররোচনা দেওয়ার। উল্লেখ্য, ভারতে ইতিমধ্যেই পিস টিভি নিষিদ্ধ ঘোষিত হয়েছে।
প্রতি মুহূর্তের সব রকম খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইট করুন