আদিবাসী মহিলাকে ডাইনি সন্দেহে বেধড়ক মার! ফের মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী হয়ে রইল বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ ফের মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী হয়ে রইল বাংলা। মায়ের মৃত্যুর পর বাড়িতে ভাঙচুর ও লুটপাঠ চালিয়ে মারধোর করা হল মেয়েকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকায়। আক্রান্ত মহিলাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

নিগৃহীত মহিলা আদিবাসী সম্প্রদায় ভুক্ত। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের মালবান্ধি গ্রামের বাসিন্দা দুর্গামণি টুডু। মাসখানেক হল তিনি তাঁর মাকে হারিয়েছেন। দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তিনি। এরপর থেকে গ্রামের মাতব্বররা দুর্গামণি টুডুকে ডাইনি অপবাদ দিয়ে রীতিমত হুমকি দিত বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে এলাকার একটি কল থেকে জল আনতে গিয়েছিলেন দুর্গামণি। তখনই তাঁকে বেধড়ক মারধোর করা হয়। মারধোর করে তাঁকে রাস্তার মধ্যেই ফেলে রাখা হয়েছিল। এরপর পরিজনেরা দুর্গামণিকে সেখান থেকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে বিষ্ণুপুর হাসপাতালে রেফার করে দেওয়া হয়। সেখানেই এখন চিকিৎসাধীন দুর্গামণি।

এই ঘটনার দুর্গামণির পরিবারের লোকেরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ডাইনি অপবাদ, না অন্য কোনও কারণে মারধোর করা হয়েছে সেটা ক্ষতি দেখছে পুলিশ। এছাড়াও দুর্গামণির বাড়িতে ভাঙচুর এবং লুটপাঠের অভিযোগ উঠেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর