বাড়িতে আশ্চর্য সংগ্ৰহশালায় বৃদ্ধ আগলাচ্ছেন অমূল্য সম্পদ

 

বাংলা হান্ট ডেস্ক : কৃষ্ণনগরের বাগান ঘেরা ছোট্ট বাড়িতে বসে অমূল্য সম্পদ আগলাচ্ছেন বৃদ্ধ অমরেশ মিত্র। পেশায় ছিলেন শিক্ষক দীর্ঘ ৪২বছর শিক্ষকতা করেছেন।বয়স ৮০র ঘর পেরিয়েছে। বয়সের ভারে কথা বলতে স্বচ্ছন্দতা কম পান তবে সংগ্ৰহের কথা উঠলেই অমরেশ বাবুর মুখে উজ্বল রেখা খেলা করে গেল।

 

তার অমূল্য সংগ্ৰহের মধ্যে সবথেকে বেশি নজর কাড়ে ২২০ প্রজাতির হারিয়ে যাওয়া ধান। ১৩০ রকমের পাখির ডিম। তিনশোরও বেশি কলমের সংগ্রহ- খাগের কলম থেকে শুরু করে ১৯২৪ সালে বার্মিংহামে তৈরি হওয়া নিব! রয়েছে অসংখ্য দুষ্প্রাপ্য ডাকটিকিট আর হরেক রকমের পাথরের সংগ্রহ।

60709 img 20190610 wa0012
তাঁর সংগ্ৰহের ধানের কথা উঠতেই বৃদ্ধ অনর্গল একের পর এক ধানের নাম বলে যাচ্ছিলেন। চিংলিভূষি, বৌপাগলা, হনুমানজটা। এগুলি হল আউশ ধানের অসংখ্য প্রকারভেদের কয়েকটি। আমন ধানের মধ্যে রয়েছে সরুসেঠে, মেটেজাবলি, শোলকলমা। আরও অসংখ্য। জলকলমি, রেশমি, পাথরকুচির মতো ধানগুলি বোরো ধানের হরেক প্রজাতির কয়েকটি। প্রসঙ্গত তিনি জানালেন তাঁর এই সংগ্ৰহকে ভবিষ্যতে সঠিক ভাবে যাতে রাখা যায় সেজন্য তিনি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন।

সম্পর্কিত খবর