পরিস্থিতি দেখে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন, বসিরহাটের অনুষ্ঠান বাতিল করলেন সিধু

বাংলাহান্ট ডেস্ক: গত কয়েকদিন ধরে উত্তাল দেশ তথা রাজ‍্য রাজনীতি। পয়গম্বরকে (Prophet Muhammad) নিয়ে বিজেপি নেত্রী নুপূর শর্মার বিতর্কিত মন্তব‍্যের জেরে এ রাজ‍্যেও অশান্তির আঁচ এসে পৌঁছেছে। হাওড়ার বিস্তীর্ণ অংশে তাণ্ডব চালানো হয়েছে। অনেক জায়গায় জারি ১৪৪ ধারা, বন্ধ ইন্টারনেট পরিষেবা। এই পরিস্থিতিতে বসিরহাটের শো বাতিল করলেন সঙ্গীতশিল্পী সিধু (Sidhu)।

গতকাল ১২ তারিখ বসিরহাটে অনুষ্ঠান ছিল ক‍্যাকটাসের। বসিরহাট মিউজিক ফোরাম আয়োজিত বাস্কিং ইভেন্টে পারফর্ম করার কথা ছিল ক‍্যাকটাসের। কিন্তু গত কয়েদিন ধরে চলতে থাকা রাজ‍্যের পরিস্থিতি দেখে অনুষ্ঠান বাতিল ক‍রার সিদ্ধান্ত নিলেন সিধু।


রবিবার বিকেল ৪ টে থেকে হওয়ার কথা ছিল অনুষ্ঠান। তার আগেই সোশ‍্যাল মিডিয়ায় শো বাতিল করার কথা ঘোষনা করার কথা ঘোষনা করেন সিধু। তিনি লেখেন, ‘রাস্তার বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে, কলকাতা থেকে বসিরহাট এতটা দূরত্ব যাতায়াত করা ঠিক হবে না বলেই মনে হচ্ছে!! সাধারণ নাগরিক হিসেবে পথে বেরিয়ে নিরাপত্তাহীনতায় ভুগবো!!’

তিনি যোগ করেন, ‘তাই খুবই আবেগের টান ও প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও আজ বসিরহাট মিউজিক ফোরাম আয়োজিত বাস্কিং ইভেন্টে অংশ নিতে পারছি না। মনটা তোমাদের সঙ্গেই রইলো। সবার জন‍্য শুভকামনা রইল। শারীরিকভাবে না থাকতে পারলেও, ভার্চুয়ালি অবশ‍্যই সাথে থাকতে পারবো। সবার জন‍্য ভালবাসা।’

প্রসঙ্গত, পয়গম্বর হজরত মহম্মদকে অপমান করা হয়েছে, এই অভিযোগে বিগত কয়েক দিন উত্তাল গোটা দেশ তথা বিশ্বেরও একাংশ। সেই আঁচ এসে পড়েছে বাংলাতেও। শুক্রবার থেকে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল হাওড়ায়।

শুক্রবার দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ হয়েছিল জাতীয় সড়ক। শনিবার পাঁচলা বাজারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। রবিবার থেকে থমথমে পরিস্থিতি পাঁচলায়। একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি হয়েছে। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবাও।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর