বড় শিক্ষা! হারের পর জনসংযোগে বিশ্বাস রাখছেন শচীন পাইলট

 

   

লোকসভা নির্বাচনে ভরাডুবির পর উঠে এসেছে নীচু স্তরের মানুষের সঙ্গে জনসংযোগের কথা।রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলট এবার সেই কাজেই নেমে পড়লেন। রাজস্থানের জালোর, সিরোহি এবং পালি-র প্রত্যন্ত এলাকায় ঘুরে বেড়ালেন সচিন পাইলট।

 

প্রসঙ্গত সচিন পাইলটকে দেখা গেল কুঁড়ে ঘরে রাত কাটাতে। নিম ডাল দিয়ে দাঁত মাজা, খাটিয়ায় বসে দাড়ি সেভ, গ্রামবাসীদের সঙ্গে প্রাতঃরাশ-ও সারলেন তিনি।রাজস্থানের লোকসভার ২৫টি আসনে শূন্য পায় কংগ্রেস।

শোচনীয় ফল হওয়ার পর মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে মনমালিন্য তৈরি প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পাইলের সঙ্গে। তাঁর ছেলে বৈভব গেহলটের পরাজয়ের দায় সচিনের উপর চাপান অশোক গেহলট।

 

সম্পর্কিত খবর