আমেরিকায় বর্ণবৈষম্যের শিকার শিখ

বাংলা হান্ট ডেস্ক: স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের ছাত্র গুরমিত ওরফে গুরবিন্দর গ্রেওয়াল শনিবার রাতে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে পোর্ট জেফারসনের হারবার গ্রিল রেস্টুরেন্টে যান। কিন্তু রেস্টুরেন্টের ফটো কে তাকে আটকে দেয়া হয় তাকে বলা হয় তিনি পাগলি পড়ে আছেন বলে রেস্টুরেন্টে ঢোকা যাবে না।

গুরমিত রেস্টুরেন্টের ম্যানেজারকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তাকে ঢুকতে দেওয়া হয়নি। ওই রেস্টুরেন্টে নতুন নিয়ম মাথায় টুপি বা পাগলি জাতীয় কোন জিনিস পড়ে ঢোকা যাবে না। তাই ম্যানেজার গুরু তোর কোন কথা না শুনে তাকে এ নিয়ম বোঝাতে থাকেন।

আমেরিকায় এর আগেও বর্ণবৈষম্যের শিকার হয়েছেন শিখরা। শনিবার এ ঘটনা ঘটার পর বিতর্কের ঝড় ওঠে মার্কিন মুলুকে। শিখ সম্প্রদায়ের মানুষেরা রেস্টুরেন্টের এ অমানবিক অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ দেখান।

বিক্ষোভ শুরু হলে রেস্টুরেন্ট এর তরফ থেকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে ক্ষমা চাওয়া হয়,সেখানে বলা হয় গুরমিত যেটা পরেছিলেন সেটা এক বিশেষ ধরনের টুপি ঐতিহ্যবাহী পাগলি নয় আর উইকেন্ডে কোন ধরনের টুপি পড়ে রেস্টুরেন্টে ঢোকা যাবে না। তবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।

সম্পর্কিত খবর