দক্ষিণ বঙ্গ রাস্ট্রীয় পরিবহনের অত্যাধুনিক ডিপো হতে চলেছে রামপুরহাটে
সৌগত মন্ডল : রামপুরহাটে একটি অত্যাধুনিক দক্ষিণ বঙ্গ রাস্ট্রীয় পরিবহনের ডিপো হবে। তার জন্য আজ রামপুরহাট বেসরকারি বাস স্টান্ড পরিদর্শন করেন সংস্থার এম ডি গোধালা কিরণ কুমার ।সঙ্গে ছিলেন বিধায়ক মন্ত্রী ডাঃ আশীষ ব্যানার্জী রামপুরহাট মহকুমা শাসক সহ অনান্য আধিকারিকরা । তার আগে মহকুমা শাসকের দফতরের একটি বৈঠক হয় ।সেই বৈঠকে অত্যাধুনিক সাউথ বেঙ্গল ডিপো নিয়ে আলোচনা হয় । পাশাপাশি বেসরকারি মালিকদের সাথেও আলোচনা হয় । এই অত্যাধুনিক সরকারি বাস ডিপোতে যাত্রীরা সমস্ত সুবিধা পাবে ।এছাড়া এখান থেকে বিভিন্ন জেলার সঙ্গে বাসের যোগাযোগ বাড়বে বলে মনে করেন আধিকারিকরা ।খুব শীঘ্র শুরু হবে এই সরকারি বাসের ডিপোর কাজ.
প্রতি মুহূর্তের সব রকম খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইট করুন