তাজমহলের ভিতরে নামাজ নয়: শীর্ষ আদালত
বাংলা hunt ডেস্কঃ বহিরাগতরা তাজমহলের ভিতর নামাজ পড়তে পারবেন না। জেলা প্রশাসনের পক্ষেই রায় দিল শীর্ষ আদালত। পৃথিবীর সপ্তম আশ্চর্যের নিরাপত্তা রক্ষণাবেক্ষণের কথা মাথায় রেখেই এই রায় বলে জানা যাচ্ছে।
চলতি বছরের ২৪ জানুয়ারি আগ্রার জেলা আদালত তাজমহলে বহিরাগতদের নামাজ পড়ার অনুমতির আবেদন খারিজ করে দেয় । ওই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছিল।
প্রসঙ্গত, জেলা আদালতের রায়ে বলা হয়েছিল যে, শুধুমাত্র শুক্রবারই স্থানীয় মানুষ তাজমহলে নামাজ পড়তে পারবেন। তবে তার জন্যেও পরিচয়পত্র দেখাতে হবে তাদের। কারণ শুক্রবারে তাজমহলে বহিরাগতদের প্রবেশ নিষেধ। তাই সেদিন যেন বাহিরের কেউ তাজমহলে প্রবেশ করতে না পারে, তাই এই পরিচয়পত্র দেখানোর নিয়ম।
সোমবার শীর্ষ আদালতের বিচারপতি একে সিক্রি এবং অশোক ভূষণের বেঞ্চ সাফ জানিয়ে দেয় যে, তাজমহলে নামাজ পড়া সম্পর্কে আগ্রা প্রশাসনের সিদ্ধান্তই বহাল থাকবে। তবে তাজমহলের আশেপাশের মসজিদগুলিতে মানুষ নামাজ পড়তেই পারেন।
এই নিয়ে ভারতীয় মুসলিমরা খোপ প্রকাশ করেন। তারা মনে করেন এতো বছর ধরে নামাজ পড়ে আসা হয়েছিল তা বন্ধ হলে ইদের সময় নামাজ পড়ার অসুবিধা হবে! কিন্তু সুপ্রিম কোর্টের কথা এখন বহাল থাকছে বলে জানাগেছে। পৃথিবীর সপ্তম আচ্ছর্য এই তাজমহল। তাই পর্যটক দের কাছে নতুন ভাবে তুলে ধরতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রতি মুহূর্তের সব রকম খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইট করুন