এবার tiktok ব্যবহারকারীদের মিলবে আয়ের সুযোগ! আসুন জেনে নেওয়া যাক

বাংলা হান্ট ডেস্ক : TikTok-এর নির্মাতারা এবার ব্যবহারকারীদের উৎসাহের পারদ চড়াতে নিয়ে আসছে নতুন সুযোগ। সেই লক্ষ্যে ফেসবুক, ইউটিউব-এর মতো ভিডিয়ো-র মাঝে বিজ্ঞাপনের মাধ্যমে মুনাফা করার পথে এগোতে চাইছে সংস্থা।

   

৯ জুন মুম্বইতে ৫০০-এরও বেশি ইউজারকে নিয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করে TikTok নির্মাতা সংস্থা বাইট ডান্স যা চলবে ১৪ই জুন পর্যন্ত। ভিডিয়ো প্ সৃষ্টিশীল এই ব্যবহারকারীদের জন্য বিনিয়োগ করা তাই খুবই গুরুত্বপুর্ণ, জানালেন ভারতে সংস্থার এক শীর্ষ কর্তা সচিন শর্মা।

প্রসঙ্গত ইউটিউবের ভিডিয়োর কায়দাতেই বিভিন্ন ভিডিয়োর মাঝে মাঝে চলবে বিজ্ঞাপন। তার বদলে সেই বিজ্ঞাপন প্রদানকারী সংস্থাগুলির থেকে টাকা নেবে বাইট ডান্স। ভিডিয়োর ভিউ অনুযায়ী সেই টাকারই একটা অংশ পাবেন ওই ভিডিয়োর নির্মাতারা।

তবে এখন ভিউ ও টাকার অনুপাতের হিসেবটা পুরোপুরি প্রকাশ্যে আনেননি নির্মাতারা।

সম্পর্কিত খবর