মায়ানমার ফেরত নিতে পারে রোহিঙ্গা মুসলিমদের

বাংলা হান্ট ডেস্ক: আগামী দুবছরে মায়ানমার সরকার ফেরত নিতে পারে ৫ লাখ রোহিঙ্গাকে।এমনই আভাস দেওয়া হয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ানের এক প্রতিবেদনে।

কয়েক সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে আসিয়ানের ইমার্জেন্সি রেসপন্স এন্ড অ্যাসেসমেন্ট টিমের ফাঁস হয়ে যাওয়া ওই প্রতিবেদনটি।এএফপি ইতিমধ্যে ওই প্রতিবেদনটি দেখেছে। ওই প্রতিবেদনে ৫ লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। যদিও জানা গিয়েছে ওই প্রতিবেদনে ‘রোহিঙ্গা’ শব্দটি উল্লেখ করা হয়নি, উল্লেখ করা হয়েছে ‘মুসলিম’ সম্প্রদায় হিসেবে।

সম্পর্কিত খবর