অনলাইনে বিক্রি হচ্ছে মুসলিম মহিলা! তুমুল বিতর্ক ছড়াল দেশজুড়ে

বাংলা হান্ট ডেস্কঃ Bulli Bai দেশে (India) রাজনৈতিক ভূমিকম্প তৈরি করেছে, তবে এই প্রথমবার নয় যে অ্যাপের মাধ্যমে মুসলিম মহিলাদের টার্গেট করা হয়েছে। এর আগেও Sulli deals নিয়ে একই রকম হট্টগোল হয়েছিল। উল্লেখ্য, ৪ জুলাই ২০২১-এ সুলি ডিলসের নামে ট্যুইটারে বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছিল। অ্যাপটিতে একটি ট্যাগ লাইন ছিল, ‘সুলি ডিল অফ দ্য ডে’। সেখানে মুসলিম মহিলাদের ছবি শেয়ার করা হচ্ছিল। মুসলিম মহিলাদের ছবিগুলোতে লেখা হয়েছিল আপত্তিকর মন্তব্য, যেগুলো ট্রোল করার পাশাপাশি নিলামেও তোলা হয়েছিল।

সুলি ডিল নিয়ে দিল্লি এবং উত্তর প্রদেশ পুলিশ দ্বারা দুটি এফআইআরও নথিভুক্ত করা হয়েছিল, তবে এই মামলায় কারও গ্রেফতারি হয়নি। দিল্লি পুলিশ জানিয়েছিল যে, তাঁরা এই বিষয়ে গিটহাবের কাছ থেকে কোনও উত্তর পায়নি। অন্যদিকে, সুলি ডিল মামলায় গিটহাবকে সরকারের পক্ষ থেকে একটি চিঠিও লেখা হয়েছিল।

গিটহাবের একটি অজানা গ্রুপ সুলি ডিলস নামে একটি অ্যাপ তৈরি করেছিল। এই অ্যাপটি ব্যবহার করে ব্যবহারকারী বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অবৈধভাবে মুসলিম মহিলাদের ছবি সংগ্রহ করতেন। এরপর প্রতিদিনই একজন মুসলিম মহিলার ছবিতে আপত্তিকর মন্তব্য লিখে অ্যাপে ট্রোল করা হত। এই অ্যাপ নিয়েও অনেক বিতর্ক হয়েছিল। আর এখন নতুন করে একই কাজ করার জন্য Bulli Bai নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর