‘ফণী’ বাংলাদেশের উপর আঁছড়ে পড়ছে, বাংলার উপরও প্রভাব পড়বে

বাংলা হান্ট ডেস্ক:আবহাওয়া সূত্রে খবর ‘ফণী’ ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যায় আঘাত হানার পরে কিছুটা দুর্বল হয়ে ৪ মে শনিবার সকালে বাংলাদেশে প্রবেশ করতে পারে। হাসিনা সরকার দেশকে এই ঘূর্ণিঝড়ের এর হাত থেকে রক্ষা করতে আগাম সতর্ক হয়েছে।

ঢাকার সচিবালয়,বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তরের প্রতিমন্ত্রী এনামুল রহমান শনির মোকাবেলায় একটি জরুরী প্রস্তুতি বৈঠক শেষ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় টি বাংলাদেশের উপর আঘাত হানতে পারে, তাই বাংলাদেশ সতর্ক হওয়ার জন্য যথেষ্ট রকম ব্যবস্থা নিচ্ছে।d827a screenshot 20190502 191327

এদিন বৈঠকের পর উপকূলীয় ১৯ টি জেলায় কন্ট্রোল রুম খোলার ব্যবস্থা করা হয়েছে তাছাড়া উপকূলীয় সেনা ক্যাম্পগুলিতে বার্তা পাঠিয়ে তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। ৫৬,০০০ স্বেচ্ছাসেবকের একটি দল গঠন করা হয়েছে।বাংলাও প্রভাব পড়তে পারে।

সম্পর্কিত খবর