মহাদেবের আশীর্বাদ! সোমনাথ মন্দিরে পুজো দিতেই খুলল হার্দিকের ভাগ্য, প্রথম জয় পেল MI

বাংলা হান্ট ডেস্ক: এটা বিশ্বাস করা হয় যে যিনি প্রভাস পাটনে স্থিত সোমনাথ মন্দিরে (Somnath Mandir) যান তিনি কখনোই খালি হাতে ফিরে আসেন না। ঠিক সেই প্রমাণই এবার পাওয়া গেল। উল্লেখ্য যে, চলতি মরশুমের IPL (Indian Premier League)-এর শুরু থেকেই একের পর এক ম্যাচে হারতে থাকে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। পাশাপাশি, রোহিত শর্মার (Rohit Sharma) পরিবর্তে তাঁর অধিনায়কত্ব নিয়েও উঠতে থাকে প্রশ্ন।

এমতাবস্থায়, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে সোমনাথ মন্দিরে গিয়েছিলেন হার্দিক। যেই ছবি সামনে এসেছিল সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই ঘটল ম্যাজিক। মূলত, টানা ৩ ম্যাচ হারের পর চতুর্থ ম্যাচে জয়ের মুখ দেখল MI। এমতাবস্থায়, সকলেই মনে করছেন যে, মুম্বাইয়ের ক্রমাগত হারের পর জয়লাভ করার ক্ষেত্রে মহাদেবের আশীর্বাদ রয়েছে।

   

প্রসঙ্গত উল্লেখ্য, মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের কাছে হেরে পয়েন্ট টেবিলের নিচে ছিল। এদিকে, পান্ডিয়া গত ৭ এপ্রিল ঘরের মাঠ অর্থাৎ ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে বিখ্যাত সোমনাথ মন্দির পরিদর্শন করেন এবং পুজো করেন। তাঁর পুজোর ছবি ও ভিডিও ভাইরাল হয়।

আরও পড়ুন: ৬ জওয়ান সহ ১৮ জনের মৃত্যু! ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল পাকিস্তান

তারপরেই MI দিল্লির বিরুদ্ধে হাই স্কোরিং ম্যাচেও জয়লাভ পেতে সক্ষম হয়। জানিয়ে রাখি, হার্দিক পান্ডিয়া মুম্বাইতে ফিরে এসেই দলের অধিনায়ক হয়েছেন। তবে, এর জন্য পূর্বের অধিনায়ক রোহিত শর্মার অনুরাগীদের কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। পাশাপাশি, শুরু হয় দেদার ট্রোলিং। শুধু তাই নয়, স্টেডিয়াম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় প্রতিটি ক্ষেত্রেই হার্দিকের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়। আর সেই আবহেই পরপর ৩ টি ম্যাচ মুম্বাই হেরে যাওয়ায় ক্রমশ সমালোচনার সম্মুখীন হন পান্ডিয়া।

আরও পড়ুন: সূর্যগ্রহণের সময় বড় কাজ করবে ISRO! কোমর বাঁধছে Aditya-L1

তবে, মুম্বাই ইন্ডিয়ান্সকে স্লো স্টার্টার হিসেবেও বিবেচনা করা হয়। অন্যদিকে, পান্ডিয়া এখনও চ্যালেঞ্জের পাহাড়ের মুখোমুখি। IPL-এ পান্ডিয়ার সফর উত্থান-পতনে ভরা। ২০১৫ সালে MI-এর মাধ্যমে আত্মপ্রকাশ করার পরে ২০২১ সাল পর্যন্ত দলের সাথে থাকার পরে, তিনি গুজরাট টাইটানসে চলে যান। সেখানে অধিনায়ক হিসেবে সফর শুরু করেই তিনি তাঁর দলকে চ্যাম্পিয়ন করেন। শুধু তাই নয়, ২০২৩ সালে তাঁরা IPL-এর ফাইনালে পৌঁছে গেলেও সেখানে CSK-র কাছে পরাজিত হন। এমতাবস্থায়, চলতি মরশুমে প্রথম ৩ টি ম্যাচ হেরে গেলেও চতুর্থ ম্যাচে জয়লাভ করেছে MI।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর