ভারতকে নেতৃত্ব দিচ্ছেন পেসার বুমরা, ক্রিকেটের ইতিহাসে এই সকল পেসারও নেতা হিসেবে পেয়েছেন সাফল্য

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বুমরার অধিনায়কত্বে এইমুহূর্তে এজবাস্টন টেস্টে চালকের আসনে ভারত। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় অধিনায়ক। তার অধিনায়কত্ব দেখে অনেকেই প্রশ্ন তুলছেন যে কেন এতদিন বেশিরভাগ ব্যাটার বা স্পিনারদের অধিনায়কত্ব দিয়ে আসা হতো। একজন পেছনের কি মস্তিষ্ক থাকতে পারেনা ম্যাচ জেতানোর? এই প্রশ্নের একটা সহজ উত্তর রয়েছে। আরো একবার বল করার পর পেসারদের ফাইল এ অথবা থার্ড ম্যান এর মত অঞ্চলে ফিল্ডিং করতে পাঠিয়ে দেওয়া হয়। টেস্ট ক্রিকেট থেকেই এই নিয়ম এর সূত্রপাত এবং পরবর্তীকালে অন্যান্য ফরম্যাটে ওই একই নিয়ম চলে এসেছে। বল ওইসব অঞ্চলের দিকে বেশি যায় না ফলে একজন পেসারপ্রবল বেগে ছটি বল করার পর অঞ্চলগুলিতে গিয়ে কিছুটা শ্বাস ছাড়ার অবকাশ পান। সেই সময় অনেক সময়ের তরুণ বোলাররা বোলিং করতে থাকেন যাদের পরামর্শ দেওয়ার জন্য অধিনায়ক এর কাছাকাছি থাকতে হয় মিড অফ বা মিড অনের মত অঞ্চলগুলিতে। তাই জন্যই অনেক সময় পেসারদের অধিনায়ক হিসেবে সহজ ভাবা হয় না। ইউটিউব বিশ্ব ক্রিকেটে এমন অনেক পেশার দেখেছে যাদের অধিনায়ক হিসেবে রেকর্ড দুর্দান্ত এমনই কিছু পেসার টেস্ট অধিনায়কের রেকর্ড এখানে তুলে ধরা হলো।

shaun pollock
শন পোলক:
টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড: জিতেছে ১৪টি, হেরেছে ৫টি, ড্র ৭টি

২৬ টি টেস্টে অধিনায়ক থাকাকালীন তিনি ২১.৩৬ এভারেজে মোট ১০৩ টি উইকেট নিয়েছিলেন।

wasim akram

ওয়াসিম আক্রম:
টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড: জিতেছে ১২টি, হেরেছে ৮টি, ড্র করেছে ৫টি

২৫টি টেস্টে অধিনায়ক থাকার সময় পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম ২৩.৩৫ গড়ে মোট ১০৭টি উইকেট নিয়েছেন।

pat cummins 1403getty 875
প্যাট কামিন্স:
টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড: জিতেছে 5, হেরেছে 0, ড্র 3

অল্প কিছু সময় আগে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব কাঁধে নেওয়া প্যাট কামিন্স ৮ টি টেস্টে অধিনায়কত্ব করে ১৯.৮২ গড়ে ৩৪টি উইকেট নিয়েছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর