১৭০০ কিমি হেঁটে যাচ্ছি, চিন্তা নাই মমতাকে ভোট দেব: ভাইরাল হল পরিযায়ী শ্রমিকের ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ আরও একবার মমতা বন্দোপাধ্যায়কে (Mamata Banerjee) কেন্দ্র করে ভাইরাল ভিডিও (viral video) নিয়ে রাজনৈতিক তোলপাড় শুরু হল। মারণ ভাইরাস করোনা যখন বিশ্বজুড়ে দাপাচ্ছে। যার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনে আটকে পড়েছে বহু ভিন দেশী পরিযায়ী শ্রমিক।  এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৪,২৮১জন।

   

মৃত্যু হয়েছে ২৪১৫ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪,৩৮৬ জন। পাশাপাশি আক্রান্তের সংখ্যাটাও কম নয়। ৪৭,৪৮০ জন।  রুটি রোজগারের তাগিদে নিজের বাড়ি ছেড়ে বাইরে পড়ে আছে অনেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) স্পেশ্যাল ট্রেন দিয়ে অনেক পরিযায়ীকে বাইরে থেকে দেশে ফিরিয়ে এনেছে।

লকডাউনের মধ্যে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন বাড়ির পুরুষেরা। অর্ধাহারে দিন কাটছে পরিবারের গৃহকর্ত্রী থেকে নাবালক সন্তানদের ।এ শ্রমিকদের সরকারি উদ্যোগে ফেরনোর ব্যবস্থা করা হচ্ছে।

এক পরিযায়ী শ্রমিককে বলতে দেখা গিয়েছে যে ,সে ১,৭০০ কিমি পথ হেঁটে বাড়ি ফিরছে। তবুও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে’ সামনের ইলেকসানে মমতাদি তোকে ভোট দেব, তোর কোনও চিন্তা নাই।’ ভিডিওটি নেটে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে। ভিডিওটি শেয়ার করার পর বিভিন্ন মানুষের নানান মত। তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, এটি মমতা বন্দোপাধ্যায়কে সমর্থন করে আবার বিজেপির তরফ থেকে বলা হয়েছে এটি মমতা বন্দোপাধ্যায়কে ব্যঙ্গ করেই এটি বলা হয়েছে।

রাজ্য সরকারের উদ্যোগে অবশেষে লকডাউনের ৪০ দিন পর রাজস্থান থেকে মালদায় ফিরলেন ২৭৯ জন শ্রমিক। মঙ্গলবার রাতে ১০ টি সরকারি বাসে মালদার শ্রমিকদের গৌড়কন্যা সেন্ট্রাল বাস টার্মিনাসে নিয়ে আসা হয় । এরপর সেখানেই ওই পরিযায়ী শ্রমিক ও তাদের সন্তানদের থার্মাল স্ক্রীনিং করার পাশাপাশি লালা রসের নমুনা সংগ্রহ করা হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর ওইসব শ্রমিকদের ১৪ দিনের হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। বাইরে থেকে আসা মালদার শ্রমিকদের প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার রাতেই খাবারেরও ব্যবস্থা করা হয়।

সম্পর্কিত খবর