সৌরভ বড়লোকের ছেলে, খালি বল পিটিয়েছে, কোনোদিন গরিবের পাশে দাঁড়ায়নিঃ সৌগত রায়, তৃণমূল সাংসদ

বাংলাহান্ট ডেস্কঃ আসন্ন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্মুখীন বিজেপি-তৃণমূল (All India Trinamool Congress)। বাংলার আকাশে গেরুয়া না সবুজ কোন রঙে ছেয়ে যাবে, বাংলার মসনদের গদি কার দখলে যাবে- সেই নিয়ে চলছে তুমুল প্রচারের লড়াই। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, মুখ্যমন্ত্রীর আসন নিয়েও চলছে জোর জল্পনা। সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) নাকি শুভেন্দু, কে হবে বাংলার আগামী মুখ্যমন্ত্রী- এই নিয়ে সমীক্ষা চলছে জোরকদমে।

বাংলার মুখ্যমন্ত্রী কে হবে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে দুটো নাম উঠে এসেছে বহুবার। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এই নিয়ে নানা তর্জার মধ্যে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)।

sougata roy

সৌরভ গাঙ্গুলীর বিষয়ে মন্তব্য করলেন সৌগত রায়
মুখ্যমন্ত্রী নির্বাচনের তালিকায় সৌরভ গাঙ্গুলীর নাম উঠতেই কেমন যে ভয়ে গুটিয়ে রয়েছে শাসক দল, এমনটা গুঞ্জন উঠেছে রাজনৈতিক মহলে। এবিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বললেন, ‘নানা সৌরভ তো রাজনীতির লোক নন। জীবনে একদিনও কোথাও মিছিল করেননি। গরীব মানুষের পাশে কখনও দাঁড়াননি। মাঠে গিয়ে ক্রিকেটের বল পিটিয়েছেন’।

এখানেই থামলেন না শাসক দলে সাংসদ সৌগত রায়। তিনি খানিকটা অপমানের সুরেই বাংলার মহারাজের উদ্দেশে বললেন, ‘সৌরভ তো বড়লোকের ছেলে। কোনদিন গরীব মানুষের পাশে কখনও দাঁড়াননি তিনি। শুধুমাত্র মাঠে গিয়ে ক্রিকেটের বল পিটিয়েছেন। তিনি রাজনীতিতে এলে রাজনীতির কোন উন্নতি হবে? উনি গরীব লোকের কোন সমস্যা বোঝেন?’

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর