কাটল জট, নতুন উদ‍্যমে ফ্লোরে শুটিং শুরু ‘মিঠাই’য়ের, উচ্ছ্বসিত দর্শকরা

বাংলাহান্ট ডেস্ক: অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল ‘মিঠাই’ (mithai) ভক্তরা। মুখ‍্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল ফেডারেশন ও আর্টিস্ট ফোরামের বিবাদ। নতুন উদ‍্যমে টেকনিশিয়ান, কলাকুশলীদের নিয়ে শুরু হল ‘মিঠাই’ সিরিয়ালের শুটিং। সমস্ত রকম কোভিড বিধি মেনে ভারতলক্ষ্মী স্টুডিওতে আজ থেকে শুরু হয়েছে শুটিং।

   

জানা গিয়েছে, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের নির্দেশ মেনে কলাকুশলী ও টেকনিশিয়ানদের সকলকে ভ‍্যাকসিন দিয়ে তারপরেই শুটিং শুরু হয়েছে। শুটিং সেটে লাগানো হয়েছে পোস্টার। মাস্ক পরা ও ৩ ফুটের দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে‌। ক‍্যামেরার সামনের শিল্পীরা শুধুমাত্র শটের সময়েই মাস্ক খুলছেন।


১৪ জুন শুটিং শুরুর অনুমতি মেলার পরেও শুটিং শুরু করা যায়নি। লকডাউনে নির্দেশ অমান‍্য করে শুটিং চালু রাখার জন‍্য ফেডারেশনের নিশানায় ছিল ২০টি সিরিয়াল। টেকনিশিয়ানদের ক্রমাগত হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। বিধিনিষেধ চলাকালীন ফেডারেশনের নিয়ম অমান‍্য করে হোটেল, গুদামঘর, পার্কে শুটিং করার অভিযোগ উঠেছিল কয়েকটি সিরিয়ালের উপর।

খড়কুটো, মিঠাই, শ্রীময়ী, খেলাঘর, যমুনা ঢাকি, রিমলি, অপরাজিতা অপু, কৃষ্ণকলি, তিতলি, বরণ, গ্রামের রাণী বীণাপাণি, দেশের মাটি, গঙ্গারাম, জীবন সাথী, মোহর, ওগো নিরুপমা, ফেলনা, কি করে বলবো তোমায়, ধ্রুবতারা ও সাঁঝের বাতি সহ মোট ২০টি সিরিয়াল ছিল এই তালিকায়।


টেকনিশিয়ানদের নির্দেশ দেওয়া হয়েছিল তারা এই নির্দিষ্ট ধারাবাহিকগুলিতে কাজ করতে পারবেন না। এখন গতকাল থেকে অনুমতি পাওয়ার পর ফ্লোরে শুটিং শুরু করতে গিয়েই বাধার সম্মুখীন হয়েছে এই সিরিয়ালগুলি। অভিযোগ উঠছে টেকনিশিয়ানদের হুমকি দেওয়া হচ্ছে ফেডারেশনের তরফে। নিষেধ করা হয়েছে ভেন্ডর, যন্ত্রপাতি সরবরাহকারীদেরও। ফলে তারা কাজে আসতে চেয়েও আসতে পারছিলেন না। কিন্তু শুক্রবার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় জানিয়ে দিয়েছেন শুটিং বন্ধ রাখা যাবে না।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর