নারকেল ফাটিয়ে নতুন রাস্তার উদ্বোধন করছিলেন বিধায়ক, নারকেলের বদলে ভাঙল রাস্তা

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের বিজনোরে সেচ বিভাগে চলা দুর্নীতির মুখোশ এবার সবার সামনে খুলে গিয়েছে। একটি নবনির্মিত রাস্তা উদ্বোধনের সময় নারকেল ভাঙতে গিয়ে সেই নারকেল না ভেঙে রাস্তা ভেঙে যাওয়ায় আমলাদের মুখে চুনকালি লেগে গিয়েছে। রাস্তার বদলে নারকেল ভাঙল কেন? এই দৃশ্য দেখে বিধায়ক চরম চটে যান আর ওনার সমর্থকরা সেচ বিভাগের বিরুদ্ধে তুমুল হাঙ্গামা করেন। এরপর ক্ষুব্ধ বিধায়ক ধরনায় বসে পড়েন।

জানা গিয়েছে যে, উত্তর প্রদেশের বিজনোর সদরের বিধায়ক সূচি চৌধুরীর এলাকায় ১ কোটি ১৬ লক্ষ ৩৮ হাজার টাকা দিয়ে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা বানানোর কাজ চলছিল। রাস্তা নির্মাণের কাজ মাত্র ৭০০ মিটারই হয়েছিল, তখন সেচ বিভাগের অফিসাররা বিধায়ককে রাস্তা উদ্বোধনের জন্য ডাক দেন।

বিধায়ক রাস্তা উদ্বোধনে গিয়ে সেই নবনির্মিত রাস্তায় নারকেল ভেঙে উদ্বোধন করার প্ল্যান নেন। আর সেখানেই ঘটে বিপত্তি। নারকেল রাস্তার উপর ভাঙতে গেলে নারকেল না ভেঙে উল্টে রাস্তা ভেঙে যায়। আর এই দেখেই চটে যান বিধায়ক। এরপর সেচ বিভাগের আধিকারিকদের উপর দুর্নীতির অভিযোগ তুলে বিধায়ক ধরনায় বসে পড়েন।

Road Corruption 1638533083870 1638533089752

বিধায়কের ধরনায় বসার খবরে বিজনোর প্রশাসনে তুলকালাম কাণ্ড বেধে যায়। তথ্যের ভিত্তিতে, ডিএম বিজনোর অবিলম্বে একটি তদন্ত দল গঠন করেন এবং বিধায়ককে ভাল উপাদান ব্যবহার করে রাস্তা নির্মাণের কাজ করার আশ্বাস দেন। বিজনোর জেলা আধিকারিক উমেশ কুমারের দ্বারা গঠিত দলটি এই বিষয়ে তদন্ত করছে। বিধায়ক সেচ দফতরের জেই, এসডিও ও নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বলেন, এসব কর্মকর্তার যোগসাজশে সড়ক নির্মাণে কেলেঙ্কারি হচ্ছে। কেলেঙ্কারিতে জড়িত সকলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিধায়ক।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর