আপেল চাষ করে ত্রিশ বছরের মধ্যেই এই গ্রাম হয়েছে দেশের ধনীতম গ্রাম

বাংলাহান্ট ডেস্কঃ দেশের এক প্রত্যন্ত গ্রাম । যেখানে প্রতি পরিবারের বার্ষিক আয় ৭০ লক্ষ থেকে ৭৫ লক্ষ টাকা। অবাক হচ্ছেন? সিমলা শহর থেকে ৯২ কিলোমিটার দূরে এই গ্রামের নাম মাদাভাগ গ্রাম। হিমাচল প্রদেশের এই মাদাভাগ গ্রাম বর্তমানে দেশের সবথেকে  ধনী গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে।

   

মনে হতেই পারে দেশের এই প্রত্যন্ত গ্রামে হয়তো বহু পর্যটক যান বা থাকেন দেশের সেরা শিল্প পতি রা। কিন্তু বাস্তবে তা নয়। হিমালয়ের কোলে এই গ্রামটি আর পাঁচ টা গ্রামের মতই সাধারন। এক সময় এখানেও নিত্য বিরাজ করত অভাব অনটন আর অভিযোগ,। কিন্তু চেনা এই চেহারাটাই বদলে গেল ১৯৯০ সালে।

১৯৮৯ সাল পর্যন্ত এই গ্রামে চাষ হত না আপেল। এক চাষি ১৯৯০ সালে পরীক্ষা মূলক ভাবে প্রথম এই গ্রামে আপেল চাষ করেন। তার পর আর ফিরে তাকাতে হয়নি হিমাচল প্রদেশের এই গ্রামটিকে।  ২০২০ সালে মাত্র ৩০ বছরে এই গ্রামে্র অর্থনীতি আমূল বদলে দিয়েছে আপেল চাষ।

এই গ্রামের মাটিতে রয়েছে যাদু, রয়েল অ্যাপল, রেড গোল্ড, গেইল গালার – বিশ্বের অন্যতম সেরা মানের আপেলগুলির চাষ হয় এই গ্রামে। আপেলের আকারও সুন্দর। তি বছর শুধুমাত্র এই গ্রামে প্রায় ৭ লক্ষ বাক্স আপেল উত্‍পাদিত হয়। আর গত তিন দশকে এই আপেলের জোরেই গ্রামের প্রতিটি চাষী পরিবার ধনী হয়ে উঠেছে। গ্রামের প্রত্যেকেই প্রায় আপেল চাষের সাথে যুক্ত। অত্যন্ত যত্নের সাথে উতপাদন করেন প্রতিটী আপেল।

সম্পর্কিত খবর