প্রকাশিত হল আইবিপিএস ২০১৯ পরীক্ষার ফল

বাংলাহান্ট ডেস্কঃ  ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস) একটি নিয়োগ সংস্থা যা  ভারতের সরকারী সেক্টরের ব্যাংকগুলিতে তরুন ব্যঙ্কার নিয়োগ করে। যদিও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই সংস্থার আওতাভুক্ত নয়। স্নাতক যুবকরা এই সংস্থার পরীক্ষা পাস করে ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করতে পারে।

গতবছর 07th and 08th December 2019 তারিখে এই সংস্থা আইবিপিএস প্রি লি পরীক্ষার আয়োজন করেছিল। যা ব্যঙ্কার হোয়ার প্রথম ধাপ হিসাবে বিবেচিত। এই ধাপ যারা পাস করে তারা মেইন পরীক্ষায় বসতে পারবে।ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস) নতুন বছর ২০২০ সালে প্রকাশ করল ২০১৯ সালের পরীক্ষার ফল। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ১২ হাজার ৭৫টি ক্ল্যারিক্যাল শূনপদে নিয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে। দেখতে পারবেন আগামী ৭ই জানুয়ারি পর্যন্ত দেখা যাবে ফলাফল। 19th January 2020 তারিখে হবে এই পরীক্ষার মেইন এক্সাম। যার ফল প্রকাশিত হবে 01st April 2020। 

 ফলাফল জানার পদ্ধতি?

ধাপ 1: অফিসিয়াল ওয়েবসাইট দেখুন – ibps.in। / উপরে প্রদত্ত ফলাফল লিঙ্কে ক্লিক করুন।

ধাপ 2: হোম পেজে, “Click here to IBPS Clerk preliminary exam results 2019′ লিঙ্কে এখানে ক্লিক করুন।

ধাপ 3: একটি নতুন উইন্ডো খুলবে। নতুন উইন্ডোতে, আইবিপিএস ক্লার্ক ফলাফল চেক করতে রেজিস্ট্রেশন নম্বর / রোল নম্বর এবং পাসওয়ার্ড / জন্মতারিখ দিন এবং লগ ইন করুন।

ধাপ ৪: সিকিউরিটি কোড লিখে সাবমিট করুন।

ধাপ 5: আপনার ফলাফল দেখতে পারবেন,  ভবিষ্যতের জন্য আপনার IBPS ক্লার্ক প্রিলিমস পরীক্ষার ফলাফল সেভ করে রাখুন।

ফলাফল দেখতে পারেন নিচের দেওয়া লিঙ্কটি থেকেও 

https://ibpsonline.ibps.in/crpclk9sep19/resrsc9la_dec19/login.php?appid=c172adde40544694c070225278b05dc2

সম্পর্কিত খবর