‘টুকরো টুকরো হবে পাকিস্তান! POK, সিন্ধ, বালোচের দখল নেবে ভারত’ : বাবা রামদেব

বাংলা হান্ট ডেস্ক : এবার ভারতের পড়শি দেশকে নিয়ে ভয়ংকর ভবিষ্যদ্বাণী করলেন রামদেব। ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে (74th Republic Day) পাকিস্তানকে (Pakistan) নিয়ে বিস্ফোরক দাবি যোগগুরুর (Yoga Guru Ramdev)। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, ‘বর্তমানে পাকিস্তানের যা পরিস্থিতি তাকে কিছুদিনের মধ্যেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সে দেশ।’ সেক্ষেত্রে পাকিস্তানের দু’টি প্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীর (Pakistan Occupied Kashmir) বা পিওকে ভারতের সঙ্গে সংযুক্ত হবে বলেও দাবি করেছেন তিনি।

পাকিস্তানের কোন দুটি প্রদেশ এদেশে চলে আসবে, তাও স্পষ্ট করে দিয়েছেন যোগগুরু। রামদেবের দাবি, ‘বালোচিস্তান (Balochistan) ও সিন্ধ (Sindh) প্রদেশ ভারতের সঙ্গে সংযুক্ত হবে। বাকি অংশ পাকিস্তান হিসেবেই রয়ে যাবে।’ প্রসঙ্গত, বালোচিস্তান ও সিন্ধকে বাদ দিলে পাকিস্তানে আর মাত্র দু’টি প্রদেশ থাকবে। একটি লাহোর (Lahore) এবং অপরটি খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa)। যোগগুরুর কথা সত্যি হলে, পিওকে বাদ দিয়ে বর্তমান পাকিস্তানের অর্ধেকের বেশি অংশই ভারতের মধ্যে চলে আসবে।

ramdev 2

বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবস পালন করতে হরিদ্বারের পতঞ্জলি যোগপীঠে (Patanjali Yogpeeth of Haridwar) জাতীয় পতাকা উত্তোলন করেন যোগগুরু রামদেব। এর পর দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। এদিন দেশে ‘ধর্মীয় সন্ত্রাস’ চলছে বলে দাবি করেন যোগগুরু। তিনি বলেন, ‘যাঁরা এটা করছেন, তাঁদের উদ্দেশ্যই হলো দেশের সনাতন সংস্কৃতিকে অপমান করা। এই ধরনের মানুষ বা সংগঠনের কড়াভাবে বিরোধিতা করা উচিত।’ এদিনের অনুষ্ঠানে বলেন রামদেব। তবে এদিন তিনি কোনও দল বা ব্যক্তির নাম আলাদা ভাবে নেননি বলেই জানা যাচ্ছে।

গত কয়েক মাস ধরে চরম আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। এর মধ্যে গত দু’দিন ধরে চলছে বিদ্যুৎ বিভ্রাট। লাহোর, মুলতান, পেশোয়ার থেকে শুরু করে বালোচিস্তানের ২২টি জেলা অন্ধকারে ডুবে রয়েছে। পাক প্রশাসন সূত্রে খবর, গ্রিডে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিদ্যুৎ বিভ্রাট দেখা গিয়েছে। গত পাঁচ বছরের মধ্যে এই নিয়ে তিনবার সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল পাকিস্তান। এর আগে ২০২০ ও ২০২১-এ একই ভাবে সম্পূর্ণ অন্ধকারে ডুবে গিয়েছিল ওই দেশ। আর্থিক সংকটে লাগাম টানতে বিদ্যুতের খরচ কমাতে রাত আটটার পর বাজার ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif)।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর