রাজ্যসভার নির্বাচনের আগে বড়সড় ঝটকা খেলো কংগ্রেস!

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যসভার নির্বাচনের আগে বড়সড় ঝটকা খেলো কংগ্রেস (Indian National Congress)। এবার এই ঝটকা এলো গুজরাট (Gujarat) থেকে। উল্লেখ্য, ১৯ জুন রাজ্যসভার চার আসনের জন্য নির্বাচন হতে চলেছে। আর এর মধ্যে কংগ্রেস বিধায়ক অক্ষয় প্যাটেল এবং জিতু চৌধুরী বুধবার নিজেদের পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন।

গান্ধীনগরে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় গুজরাট বিধানসভার স্পীকার রাজেন্দ্র ত্রিবেদী বলেন, ‘আমি ওঁদের ইস্তফা স্বীকার করে নিয়েছে। তাঁরা এখন আর বিধায়ক নেই।” অক্ষয় প্যাটেল বডোদরার করজন আসন থেকে বিধায়ক ছিলেন, আর জিতু চৌধুরী বলসাড এর কাপরাডা আসন থেকে কংগ্রেসের বিধায়ক ছিলেন। এর আগে মার্চ মাসেও কংগ্রেসের পাঁচ বিধায়ক নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দেন।

১৮২ সদস্যের বিধানসভায় ক্ষমতায় থাকা বিজেপির কাছে ১০৩ জন বিধায়ক আছে। আর কংগ্রেসের কাছে এখন ৬৬ জন বিধায়ক আছে। সম্প্রতি রাজ্যসভার নির্বাচনের জন্য কংগ্রেস দুই আর বিজেপি তিনজনের নাম ঘোষণা করেছিল।

মার্চ মাসে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলে পরিচিত তথা মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাজ্যসভার নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপির হাত ধরেছিল। আরেকদিকে নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে ১৯ জুন রাজ্যসভার ২৪ টি আসনের জন্য নির্বাচন হবে। আর এই নির্বাচনের আগে এটা কংগ্রেসের জন্য সবথেকে বড় ঝটকা হতে চলেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর