সুবর্ণ সুযোগঃ ঝুঁকি ছাড়া পোস্ট অফিসে ১০ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে পান ১৬ লক্ষ টাকা

বাংলা হান্ট ডেস্কঃ ভালো আয়ের সঙ্গে একই রকম গুরুত্বপূর্ণ হলো বিনিয়োগ, সঠিকভাবে বিনিয়োগ না করতে পারলে কোনভাবেই উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা সম্ভব নয়। বিনিয়োগের জন্য বর্তমানে নানা মাধ্যম রয়েছে। যারা ঝুঁকি নিতে পছন্দ করেন, তারা অনেকেই মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করেন। কিন্তু অনেকেই আবার পছন্দ করেন গ্যারেন্টি রিটার্ন। বিনিয়োগ করা টাকার ক্ষেত্রে কোন ঝুঁকি নিতে পছন্দ করেন না তারা। তাদের জন্য একটি সুন্দর স্কিম রয়েছে পোস্ট অফিসে। যেখানে মাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করলে আপনি পেয়ে যেতে পারেন ১৬ লক্ষ টাকা অবধি। আসুন স্কিমটি নিয়ে বিশদে জেনে নেওয়া যাক।

স্কিম সম্পর্কিত জরুরী তথ্যঃ

পোস্ট অফিসের এই স্কিমটির নাম রেকারিং ডিপোজিট বা আরডি। আরডির ক্ষেত্রে সবথেকে বড় সুবিধা হল বিনিয়োগের অঙ্কের কোন সীমাবদ্ধতা নেই। পাঁচ বছরের জন্য পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করতে পারেন আপনি। তবে মনে রাখবেন, সঠিক সময়ে আরডির টাকা জমা না দিতে পারলে আপনাকে জরিমানা দিতে হবে পোস্ট অফিস কর্তৃপক্ষকে।  সাধারণত প্রতি মাসে মূল টাকার ১ শতাংশ জরিমানা কেটে নেয় পোস্ট অফিস। ৪ কিস্তির টাকা দিতে না পারলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। তবে এই অ্যাকাউন্টটি আবার দু’বছরের মধ্যে রিওপেনও করতে পারেন আপনি। প্রতি মাসে মাত্র ১০০ টাকা দিয়েই এই খাতা খুলতে পারবেন আপনি।

আরডিতে সুদের হার কতঃ

প্রথমেই জানিয়ে রাখি, আরডির ক্ষেত্রে আপনাকে প্রতি তিন মাস অন্তর জমা দিতে হবে টাকা। মূলত ৫ বছরের জন্য রেকারিং ডিপোজিট করতে পারবেন আপনি। তবে এর থেকে কম সময়ের জন্য ডিপোজিট করা সম্ভব নয়। আপনাকে জানাই, প্রত্যেক তিন মাসের জমা দেওয়া টাকার উপর এক্ষেত্রে সুদ ক্যালকুলেশন করা হয়। বর্তমানে এই স্কিমে ৫.৮ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। তবে প্রতি তিন মাস অন্তর এই স্মল সেভিংস স্কিমের সুদের হার ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।

images 2021 07 21T183300.048

কিভাবে পাবেন ১৬ লক্ষ টাকাঃ

এ ধরনের বড় সেভিংসের জন্য আপনাকে ১০ বছরের জন্য পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট করতে হবে। প্রতিমাসে বিনিয়োগের পরিমাণ হবে ১০ হাজার টাকা। তা হলেই দশ বছর শেষে আপনার মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়াবে ১৬,২৪,৪৭৬ টাকা।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর