বিস্ময়! চাওয়ালা, চৌকিদার থেকে প্লাস্টিক কুড়ুনি,পরিবারতন্ত্র নয় গণতন্ত্রের প্রতিনিধি মোদি!

 

বাংলা হান্ট ডেস্ক : প্লাস্টিক ব্যবহার ও তার বার্ষিক গতির পর্যালোচনা করতে গিয়ে অনেক বিজ্ঞ পণ্ডিতি বিভিন্ন মন্তব্য করে থাকেন। কিন্তু প্লাস্টিক সচেতনতা বাড়াতে তাদের কাউকে বাস্তবের ময়দানে দেখা যায় না। এমনই একটি কাজ করে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র। মোদি দক্ষিণ ভারতের তামিলনাডু রাজ্যে এখন অবস্থান করছেন দুই দেশের নেতা। শনিবার সকালে হাঁটার জন্য বের হন ভারতের প্রধানমন্ত্রী। তিনি চেন্নাইয়ের কোভালাম নামের এক সমুদ্র সৈকতে যান। সেখানে তিনি বোতলসহ সৈকতের আবর্জনা পরিস্কার করেন। চীনের রাষ্ট্রপতির সাথে যেখানে বৈঠক হওয়ার কথা সেখানে তিনি ভোরবেলা উঠে প্লাস্টিক পরিষ্কার করেছেন।

দেখলে অবাক হবেন না এই দৃশ্যটি কোন পথশিশু বা কোন না খেতে পাওয়ার প্লাস্টিক কুরুনি নন। দিকদিশারী! ইনি ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র দামোদরদাস মোদী । একসময় বলাবলি হত ইনি চা ওয়ালা। তিনি বিখ্যাত ছিলেন চৌকিদার হিসেবে নিজেকে তুলে ধরেছেন কিন্তু প্লাস্টিক কোড়ানোর দৃশ্য তামাম বিশ্বের বড় বড় নেতাদের চোখ দিয়ে দিচ্ছে।

মোদি তার টুইটার অ্যাকাউন্টে সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ করে লিখেছেন, ‘আজ সকালে মামাল্লাপুরামের একটি সৈকতে আবর্জনা পরিষ্কার করছিলাম। যার স্থায়িত্ব ছিল ৩০ মিনিট। আসুন আমরা আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, দেশের সুস্বাস্থ্য নিশ্চিত করি।’

টুইটারে তার ওই ভিডিওটি নিয়ে কথা বলেছেন লাখো মানুষ। প্রধানমন্ত্রী মোদির টুইট পুনরায় টুইট করেছেন ২০ হাজার জন। আর ভিডিওটি দেখেছেন সাড়ে তিন লাখের বেশি মানুষ। অনেকে এর প্রশংসা করলেও নেটিজন দের অনেকে একে রাজনৈতিক ফায়দা হিসেবে দেখছেন।

সম্পর্কিত খবর