ফের রেকর্ড গড়লো পশ্চিমবঙ্গ, ১৪ টি রাষ্ট্রীয় পুরষ্কার ছিনিয়ে এনে দেশে সেরার সেরা বাংলা

বাংলাহান্ট ডেস্ক : আবারও সেরার সেরা বাংলা (West Bengal)। কাজের নিরিখে একাধিক স্তরে রাষ্ট্রীয় পুরষ্কারের প্রথম স্থান ঘরে আনল পশ্চিমবঙ্গ। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে সেরার মুকুটে ভূষিত হল বাংলার মোট ১৪ টি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বহুবারই একাধিক ক্ষেত্রে অন্যান্য রাজ্যকে পিছনে ফেলে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ। ১০০ দিনের কর্মদিবস সৃষ্টি, আবাস যোজনা, রাস্তা তৈরি ইত্যাদিতে বহুবারই দেশের শীর্ষে থেকেছে বাংলা। এই সব কাজকে পুরষ্কার দিয়েই স্বীকৃতি জানিয়েছে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক। এবারেই সবকিছু সরেজমিনে ঘুরে দেখে তবেই সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রের আধিকারিকরা।

তিনটি বিশেষ বিভাগেই দেশের মধ্যে সেরা বাংলার তিন গ্রাম পঞ্চায়েত। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, সেরা শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েতের তকমা পাচ্ছে পূর্ব বর্ধমানের মেমারি ২ ব্লকের বিদুর ২ গ্রাম পঞ্চায়েত। উন্নয়ন মূলক কাজে সেরা হওয়ায় গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ২০২২ পাচ্ছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ ব্লকের গোয়াগাঁও ১ গ্রাম পঞ্চায়েত। জনপ্রিয় রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা অ্যাওয়ার্ড যাচ্ছে বীরভূমের ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের হাতে।

এখানেই শেষ নয়, এছাড়াও বাংলা ছিনিয়ে এনেছে ১১ টি পঞ্চায়েত সশক্তিকরণ পুরষ্কার। দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব বর্ধমান জেলা পরিষদ ছাড়াও বসিরহাট এবং পশ্চিম মেদিনীপুরের দাশপুর ১ পঞ্চায়েত সমিতিও এই পুরষ্কার পাচ্ছে। দপ্তরের আধিকারিকদের মতে, কাজের বিকেন্দ্রীকরণের ফলেই এসেছে এই সাফল্য।

এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় বলেন, ‘মুখ্যমন্ত্রীর ঐকান্তিক আগ্রহে ও উৎসাহে কাজ করে যাচ্ছে পঞ্চায়েত দপ্তর। আগামিদিনে রাজ্যের পঞ্চায়েতকে আরও শক্তিশালী করা ও মানুষকে আরও ভাল পরিষেবা দেওয়াই লক্ষ্য।’ এহেন সাফল্যে যে কার্যতই খুশির হাওয়া রাজ্যে, তা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর