কাস্মীর রায়ের পর এবার গোটা দেশে NRC

বাংলা হান্ট ডেস্ক- একটা সময় আসামে এনআরসি ইস্যু নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ কিন্তু কাশ্মীর ইস্যুতে পর হেড কিছুটা থমকে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন সারাদেশে এনআরসি হবে এবং যারা ভারতের নাগরিকত্ব নেই

এবং বিনা অনুমতিতে দেশে রয়েছে তাদেরকে আটক করা হবে সাম্প্রতিক বেশ কিছুদিনের মধ্যে কাশ্মীরে এনআরসি চালু হবে সেখানে যারা অন্য দেশ থেকে এসে বসবাস করছে তাদেরকে ভারত থেকে তাড়ানো হবে দিন দিন ভারতের জনসংখ্যা

Assam NRC PTI Photo

বৃদ্ধি পাচ্ছে ফলে সেখানে উন্নয়নের গতিধারা খুব ধীরগতিতে হচ্ছে কাশ্মীরের ৩৭০ ধারা তুলে দেওয়ার পর নতুন ছন্দে ফিরেছে কাশ্মীর।

সেখানে তৈরি হচ্ছে নতুন ভাবে ভারত সরকার ইতিমধ্যে নতুন সূর্যোদয় আসবে বলে দাবি করেছে সেই পরিপ্রেক্ষিতে এবার কিছুটা হলেও ধাক্কা খাবে। যারা ভারতে দীর্ঘদিন বিনা অনুমতিতে বসবাস করছে97184 djsjattepn 1561529717

ভারত কাশ্মীরে নাগরিকদের মূল স্রোতে ফেরার আহ্বান জানিয়েছেন এবং যারা দেশের মধ্য থেকে দেশ বিরোধী কথাবার্তা বলছে তাদেরকে চিহ্নিত করে আটক করা হচ্ছে তাহলে কি সত্যি সারা ভারতে এনআরসি চালু হবেএনআরসির পক্ষে বিপুল

সংখ্যক মানুষ বলেছেন ভারত বর্ষের সর্ব মুক্ত রাখতে হলে এনআরসি চালু করে হবে এর ফলে যারা বিদেশ থেকে এসে বিনা অনুমতিতে ভারতবর্ষে বসবাস করছে তারাই একমাত্র দেশ ছাড়া হতে হবে ইতিমধ্যে আসামে প্রচুর মানুষ দেশ ছেড়েছেন এবং যদি কেউ তথ্যপ্রমাণ না দিতে পারে তাহলে তাকেও দেশ ছাড়তে হবে বলে জানা যাচ্ছে যদি সারা ভারত এনআরসি চালু হয় প্রচুর মানুষ যারা বিনা অনুমতিতে দেশে রয়েছে তাদের দেশ থেকে বার করারNRC

পরিকল্পনা শুরু হয়েছে এখন দেখার বিষয় কবে চালু হয় এনআরসি কিন্তু এনআরসি শুনিয়ে যখন আমি একাধিকবার সংসদে সরব হচ্ছেন সেই সময় এনআরসি বিরোধিতা নিয়ে মোদি সরকারের বিপক্ষে একাধিক রাজনৈতিক দল সঙ্ঘবদ্ধ হচ্ছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর