মুম্বইকে চাপে রাখতে জনগর্জনই অস্ত্র, সবুজ মেরুন ভক্তদের জন্য বিরাট সুখবর, বড় সিদ্ধান্ত ম্যানেজমেন্টের

বাংলা হান্ট ডেস্ক : আগামী সোমবার যুবভারতীর প্রাঙ্গনে মুখোমুখি হতে চলেছে মুম্বই সিটি এফসি এবং মোহনবাগান (Mohun Bagan)। ঘরের মাঠে সমর্থকদের ভিড় বাড়ানোর জন্য বড়সড় সিদ্ধান্ত নিল সবুজ মেরুন। এক ধাক্কায় কমানো হল টিকিটের দাম। সূত্রের খবর, এই সিদ্ধান্তের পর ইতিমধ্যেই ২২ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। আগামি রবিবারের মধ্যে এই সংখ্যা আরও বাড়বে বলে খবর।

সূত্রের খবর, শনিবার অফলাইনে ৫০ ও ১০০ টাকা মূল্যের টিকিট কিনতে পারবেন ফুটবলপ্রেমীরা। আসলে ঘরের মাঠে শিল্ড জিততে মরিয়া মোহনবাগান। আজ থেকে বছর খানেক আগে একবার শিল্ড জয়ের সুযোগ হাতছাড়া করেছে সবুজ মেরুন। সেবারও মুম্বাইয়ের বিরুদ্ধেই হেরে ফিরতে হয়েছিল মোহনবাগানকে। তবে এবার আর সুযোগ হাতছাড়া করতে রাজি নয় দিমিত্রি পেত্রাতোসরা।

ঘরের মাঠে বদলা নেওয়ার সুযোগকে কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নয় দলটি। আপাতত লক্ষ্য, মুম্বাইকে হারিয়ে শিল্ড জেতা‌। এবং সেই সাথে এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলাই হচ্ছে মোহনবাগানের মূল লক্ষ্য। যদিও সাবাস সহকারীর মতে, আসন্ন ম্যাচে মুম্বাইয়ের চেয়ে মোহনবাগানই বেশি চাপে থাকবে। কারণ ম্যাচ ড্র হলেও শিল্ড যাবে মুম্বাইয়ের ঘরে। তাই আপাতত ম্যাচ জেতা ছাড়া আর কোনও অপশন খোলা নেই সবুজ মেরুনের কাছে।

আরও পড়ুন : ১৯৪৭-এই করে দেয় বন্ধ, পাকিস্তানের ঐতিহাসিক হিন্দু মন্দির ভেঙে তৈরি হচ্ছে শপিং মল

mohun bagan

চলুন দেখে নিই পয়েন্ট টেবিলে কে কোথায়

২১ টি ম্যাচের পর মুম্বাইয়ের দখলে রয়েছে ৪৭ পয়েন্ট যেখানে ২১টি ম্যাচ খেলে মোহনবাগান পেয়েছে ৪৫ পয়েন্ট। এমন আবহে ম্যাচ ড্র হলেও শিল্ড পাবে মুম্বাই। এমন আবহে ম্যাচ ড্র হলেও উইনার হবে মুম্বাই। আর তাই দলের মনোবল বাড়াতেই মাঠ ভরাতে চাইছে ম্যানেজমেন্ট। যে কারণে এক ধাক্কায় কমানো হল টিকিটের দাম। টিকিটের দাম ধার্য্য করা হয়েছে ৫০ থেকে ১০০ টাকা। শনি ও রবিবার সকাল ১০টা থেকে ৬টা অবধি পাওয়া যাবে টিকিট।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর