‘মুসলিম মেয়েরা মোদী মোদী রব তোলায় অস্থির ভোট ব্যবসায়ীরা”, বললেন প্রধানমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক: এবার হিজাব বিতর্কে মুখ খুলতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আজ থেকেই উত্তরপ্রদেশে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। এর মধ্যেই একটি ভোট প্রচারের সভা থেকে এই নিয়ে মন্তব্য করতে দেখা গেল তাঁকে। সাহারানপুরের মঞ্চ থেকে তিনি দাবি করেন মুসলিম মেয়েদের ঠকাচ্ছে বিরোধীরা।

এদিন তিনি বলেন, ‘রাজনৈতিক ফায়দার জন্যই মুসলিম মহিলাদের ভুল বোঝাচ্ছে বিরোধীরা। আমরা যে তাঁদের ভালো চাই তা মুসলিম মেয়ে বোনেরা বোঝেন। আমরা তাঁদের তিন তালাক থেকে মুক্তি দিয়েছি, সুরক্ষা দিয়েছি। এখন মুসলিম মহিলারা বিজেপিকে সমর্থন করায় ভোটের ব্যবসায়ীরা অস্থির হয়ে পড়ছে। কারণ মুসলিম মেয়েরা মোদী মোদী রব তুলছে। মুসলিম বোনেদের সঙ্গে প্রতারণা করছে বিরোধীরা। আমাদের বিজেপি সরকার প্রতিটি নির্যাতিতা মুসলিম নারীর পাশে দাঁড়িয়েছে, পাশে আছে। বিরোধীরা মুসলিম বোনদের সঙ্গে প্রতারণা করছে যাতে তাদের জীবন সবসময়ই পিছিয়ে থাকে।’

একই সঙ্গে কৃষকদের মানভঞ্জনের চেষ্টাও করেন তিনি। তিনি বলেন, ‘উত্তরপ্রদেশের বিজেপি সরকার নিশ্চিত করেছে যাতে ছোটো কৃষকরাও প্রধাণমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পেয়ে পারেন। আমরা আখ চাষিদের সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করছি। চিনির বাজারে উত্থান পতন ঘটেই। তা মোকাবিলা করতে আখ থেকে ইথানল তৈরির কাজ চলছে। আখ ভিত্তিক ইথানল থেকে ১২ হাজার কোটি টাকা পাওয়া গিয়েছে যা আখ চাষীদের নিরাপত্ত দেবে’।

সমাজবাদী পার্টিকে কটাক্ষ করতেও ভোলেননি তিনি। প্রধানমন্ত্রী দাবি করেন যে দল যত বড় প্রতিশ্রুতি দেয় সেই দল তত বেশি ভুয়ো। কার্যতই হিজাব বিতর্কে যখন উত্তাল গোটা দেশ, হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা কেবল সময়ের অপেক্ষা, সেই সময়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই বক্তব্য উত্তেজনাকে প্রশমিত করে কি না, তাই এখন দেখার।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর