আবারও মেট্রোয় আত্মহত্যা, অফিস নাকালে যাত্রীরা

বাংলা হান্ট ডেস্ক :আবারও অফিস টাইমে মেট্রোয় আত্মহত্যা। মঙ্গলবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ ময়দান মেট্রো স্টেশনে দুর্ঘনাটি ঘটে। জানা গিয়েছে, দমদম থেকে কবি সুভাষগামী লাইনে ট্রেন ঢুকতেই স্টেশন থেকে ঝাঁপ দেন ওই অজ্ঞাত পরিচয়ের এক মহিলা। এরপরই ব্যাহত হয় মেট্রো পরিষেবা। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। যার জেরে চাঁদনি চক থেকে মহানায়ক উত্তরকুমার পর্যন্ত মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।metro 1

একদিকে,আপ ও ডাউন লাইনে মেট্রো চলছে সেন্ট্রাল থেকে দমদম/নোয়াপাড়া এবং মহানায়ক উত্তর কুমার (টালিগঞ্জ) থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া) স্টেশন পর্যন্ত।তবে সপ্তাহের শুরুতে এভাবে দুর্ঘটনা ঘটায় কার্যত সমস্যার পড়েন যাত্রীরা। তবে এই প্রথমবার নয়, এর আগেও বেশ কয়েকবার এই ঘটনা ঘটেছে। বার বার মেট্রোর তরফে কড়া হুঁশিয়ারি ও নিষেধাজ্ঞা জারি করা হলেও তাতে কোন কাজই হচ্ছে না।

তবে এই নিয়ে চলতি বছরেই বেশ কয়েকবার এই ঘটনা ঘটায় কার্যত সমস্যায় পড়তে হচ্ছে মেট্রো কর্তৃপক্ষকেও। তবে কেন এমন ঘটনা বার বার ঘটছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। মঙ্গলবারের এই ঘটনার পর যাত্রীদের মধ্য থেকেই একাংশ নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলছেন।

উল্লেখ্য, কয়েকমাস আগে মেট্রোর দরজায় হাত চেপে গিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির, তারপর থেকে কার্যত মেট্রো পরিষেবায় অনেক বদল আনা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বারে বারে এমন ঘটনা ঘটছে। স্বাভাবিক ভাবেই নিরাপত্তার প্রশ্ন উঠছে।

 

সম্পর্কিত খবর