মাত্র একটি গানেই পালাবে করোনা, দাবি মহিলা দলের, দেখে নিন ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক:  চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Cororna Virus) আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। চিনে এখনও পর্যন্ত ৩০০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। বহু মানুষ আক্রান্ত এই ভাইরাসে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ। চিনে অব্যাহত রয়েছে মৃত্যুমিছিল। সবথেকে ভয়াবহ খবর হল অবশেষে ভারতেও থাবা বসিয়েছে করোনা। ইতিমধ্যেই ২৮ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

সর্বক্ষণ করোনা নিয়ে প্রচার করা হচ্ছে। রোগের লক্ষণ, সম্ভাব্য প্রতিরোধের উপায় সবই মানুষের জন্য জানানো হচ্ছে। চিকিৎসকরা বারবার বলছেন করোনা নিয়ে মিথ্যা প্রচার না চালাতে। এতে মানুষের মনে অহেতুক ভয়ের সঞ্চার হচ্ছে। তাই এবার মানুষের ভয় দূর করতে একদল মহিলা নিয়ে এল এক নতুন উপায়। করোনা ভাইরাস দূর করার জন্য এক অভিনব পন্থা আবিষ্কার করেছেন তাঁরা। আর তা হল একটি গান। একটি মাত্র গানের মাধ্যমেই করোনার প্রতিকার সম্ভব, এমনটাই দাবি করছেন তাঁরা।

https://www.facebook.com/aayushi.chaurasia.71/videos/2626555940923931/?t=242

ভিডিওতে দেখা গিয়েছে, একদল মহিলা বসে একযোগে গান গাইছেন। এই গানের মাধ্যমেই প্রতিকার হবে মারণ করোনা ভাইরাসের। এমনটাই দাবি করছেন ওই মহিলারা। স্বাভাবিক ভাবেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। নেটিজেনরা ফের হাসি মশকরায় মেতেছেন এই ভিডিও নিয়ে। তাবড় চিকিৎসকরা যেখানে গলদঘর্ম হচ্ছেন করোনা ভাইরাসের প্রতিষেধক খুঁজতে গিয়ে সেখানে মাত্র একটি গানের মাধ্যমেই করোনা দূর হয়ে যাবে, এটা শুনেই হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, এর আগেও করোনা ভাইরাস নিয়ে বহু মিম শেয়ার হয়েছে। ট্রোলও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই সব মিম, ট্রোলও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর