কাঠুয়া ধর্ষকদের রক্ষাকর্তা রাহুলের ‘ভারত জোড়ো” যাত্রায়! কাশ্মীরে তুঙ্গে বিতর্ক

বাংলা হান্ট ডেস্ক : জম্মু-কাশ্মীরে প্রবেশ করতে চলেছে ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra)। কিন্তু তার আগেই বড় বিতর্ক সৃষ্টি হল কংগ্রেসে (Congres)। টুইট করে নিজের ক্ষোভ উগড়ে দল ছাড়লেন জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) কংগ্রেসের মুখপাত্র দীপিকা পুষ্কর নাথ। দীপিকার অভিযোগ, কাঠুয়া ধর্ষণকাণ্ডে খোলাখুলি ধর্ষকদের সমর্থন জানানো নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী চৌধুরী লাল সিংহকে ‘ভারত জোড়ো যাত্রা’য় হাঁটতে দেখা গেছে। তাই আদর্শগত কারণেই তাঁর সঙ্গে এক মঞ্চে দীপিকা থাকতে পারবেন না।

লাল সিংহকে কাঠুয়া ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের সমর্থক হিসাবে দাবি করে দীপিকা লেখেন, ‘এর পর আর ইস্তফা দেওয়া ছাড়া আমার কাছে কোনও উপায় থাকল না।’ তাঁর দাবি, আদর্শগত কারণেই তাঁর লাল সিংহের সঙ্গে একই মঞ্চে থাকা সম্ভব নয়। দীপিকার দাবি, লাল সিংহকে রাখা ভারত জোড়ো যাত্রারও পরিপন্থী। মানবাধিকার বিষয়ে মামলা লড়েন দীপিকা। কাঠুয়ার নির্যাতিতাকে সুবিচার পাইয়ে দেওয়ার প্রক্রিয়ার একেবারে প্রথম সারিতেই ছিলেন তিনি। প্রাথমিক পর্যায়ে নির্যাতিতার পরিবারের হয়ে আদালতে সওয়ালও করেছিলেন এই দীপিকাই।

kathua

প্রসঙ্গত, ২০১৮ সালে কাঠুয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ করে খুন করার ঘটনা ঘটে। ঘটনায় তোলপাড় হয়ে যায় গোটা দেশ। তৎকালীন বিজেপি-পিডিপি সরকারে মন্ত্রী লাল সিংহ প্রকাশ্যেই অভিযুক্তদের সমর্থন জানান। নিন্দার ঝড় ওঠে চারিদিকে। চাপের মুখে মন্ত্রীপদ থেকে ইস্তফাও দিতে হয় লাল সিংহকে। দু’বারের সাংসদ এবং তিন বারের বিধায়ক লাল সিংহ কংগ্রেস ছাড়েন ২০১৪ সালে। যোগ দেন বিজেপিতে। কিন্তু মন্ত্রিত্ব যাওয়ার পর ২০১৯-য়ে বিজেপিও ছাড়েন তিনি। তৈরি করেন নিজের দল ডোগরা স্বাভিমান সংগঠন পার্টি (ডিএসএসপি)।

আগামী শুক্রবার ‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে জম্মু-কাশ্মীরে পৌঁছবেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি যাত্রায় যোগ দেওয়ার কথা উপত্যকার অন্যান্য বিভিন্ন দল ও সংগঠনের নেতৃত্বের। ন্যাশনাল কনফারেন্সের ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা, পিডিপির মেহবুবা মুফতি, সিপিএম নেতা এম ওয়াই তারিগামিরর যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর