জাঁকজমকপূর্ণ নয়, দুর্গা পুজোর অর্ধেক অর্থ করোনা মোকাবিলায় সাহায্য করুন: পার্থ চট্টোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্কঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো (durga puja)। করোনা আবহে গত বছর খুব স্বল্প আয়োজনেই পুজো সম্পন্ন করেছিল বাংলার ছোট থেকে বড় সকল পুজো কমিটি গুলো। এবারেও সেরকমই করার ইঙ্গিত দিলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee)। তাঁর কথায়, পুজো কমিটিরা অর্ধেক অর্থ করোনা মোকাবিলায় খরচ করলে ভালো হয়।

   

করোনা আবহে গত বছরই কোনরকমে পুজো সেরেছিল কলকাতার বেশিরভাগ পুজো কমিটিগুলো। কোথাও মণ্ডপে প্রবশের নিষেধাজ্ঞা জারি ছিল, তো কোথাও আবার করা হয়েছিল খোলামেলা প্যান্ডেল। করোনা নির্দেশিকা মাথায় রেখে, বেশিরভাগ সমস্ত পুজো কমিটিই তাঁদের আয়োজনে কাটছাঁট করে নিয়েছিলেন।

তবে বর্তমানে মরশুমে পুজো আসতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা। কিন্তু করোনার দাপট এখনও সম্পূর্ণ রূপে নির্মূল হয়ে যায়নি। চলছে ভ্যাকসিনেশন পর্ব। এখনও লকডাউন পর্ব চালু রয়েছে বেশকিছু এলাকায়। জারি রয়েছে করোনা বিধি নিষেধও। তবে এসবের মধ্যে বিশেজ্ঞদের ধারণা, করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে অক্টোবরের শুরুতেই।

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই মঙ্গলবার পুজো কমিটি গুলোর উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, ‘করোনা আবহে বেশি আড়ম্বরপূর্ণ ভাবে মা দুর্গার আহ্বান না করে, পুজোর বাজেটে কিছুটা কাটছাঁট করুন। বাজেট অর্ধেক করে সেই অর্থ দিয়ে গরীবদের জন্য করোনা টিকা কিনে, কিংবা করোনা মোকাবিলায় দুঃস্থ মানুষদের জন্য খরচা করুন’।

এদিন কথা প্রসঙ্গে তিনি বুঝয়ে দিলেন এবারের পুজোয় তাঁর এলাকা নাকতলা উদয়ন সংঘেও ছোট করেই জাঁকজমকহীন ভাবেই পুজো মায়ের আরাধনা করা হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর