মুখ্যমন্ত্রীর নয়া ফর্মান, সাড়ে ৯ টার মধ্যে যে করেই হোক পৌঁছাতে হবে অফিসে

বাংলাহান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ (Yogi Adityanath), সরকারী কর্মচারীদের জন্য জারী করলেন এক নয়া ফর্মান। এবার থেকে এই নিয়ম মেনেই পৌঁছাতে হবে অফিসে। সরকারী যে কোন অফিসারকে যে পরিস্থিতিই হোক না কেন সকাল সাড়ে ৯ টার মধ্যে তাঁকে অফিসে পৌঁছাতেই হবে।

নজরদারী করবেন কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা
স্বরাষ্ট্র দফতরের অধীনস্থ সকল প্রধানদের এই বিষয়ে নজরদারী করার নির্দেশ দেওয়া হয়েছে। সকল আধিকারিকরা সঠিক সময়ে অফিসে ঢুকছেন কিনা, এই দিকটা তারা দেখবেন। অতিরিক্ত মুখ্য সচিব স্বরাষ্ট্র অবনীশ অবস্থী বলেছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ মান্য করেই এই নতুন অভিযান চালানো হচ্ছে।

06THLTYOGI 780x470 3কেন এই ফর্মান জারী?
প্রধান সচিব, অতিরিক্ত মুখ্যসচিব এবং অধ্যক্ষ সচিবরা সকলেই তাঁদের কার্যালয়ের অধীনস্থ কর্তাদের অফিসে প্রবেশের দিকে নজর রাখছেন। সেইসঙ্গে আরও বলা হয়েছে, কোনরকম উপযুক্ত কারণ ছাড়া কোন কর্মকর্তা বা কর্মচারী অফিস থেকে বেরোতে পারবে না। মূলত সরকারী কর্মীদের কাজে গতি বাড়াতে সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে।

govt

ভাগ করা হল কাজের দায়িত্ব
অফিসে প্রবেশের সময়ের নির্ধারনের পাশাপাশি তাঁদের কাজের ভাগ করে দেওয়া হয়েছে। জেলাগুলিতে সাধারণ মানুষের কি সমস্যা হচ্ছে, সেই বিষয়ে প্রথমে দেখতে হবে। তাই প্রতিদিন সকাল ৯ টা থেকে ১১ টা অবধি এই বিষয়ে কাজ করতে হবে বলেও জানানো হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর