উচ্চমাধ্যমিক পাশ করা ৩৫ হাজার পড়ুয়া পাচ্ছে স্কুটার! বড় ঘোষণা রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্ক : উচ্চমাধ্যমিক পড়ুয়াদের (H.S Student) জন্য সুখবর। এবার এইচএস পাশ করলেই মিলবে স্কুটার (Scooter)। আর তাও আবার সরকারের (Government) তরফ থেকে। সম্প্রতি এমনই ঘোষণা করেছে রাজ্য সরকার। মূলত মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্যই এই বিশেষ প্রকল্প আনা হয়েছে। তবে সম্পূর্ণ মুফেতে মেলেনি এই পুরস্কার। এজন্য পুরস্কার দাতাদের তরফে বেঁধে দেওয়া হবে মানদণ্ড।

শিক্ষার গুণগত মানের উন্নয়নে অন্যতম অগ্রাধিকার দিয়েছে অসম সরকার (Assam Government)। শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে পড়ুয়াদের জন্য বিভিন্ন ধরণের প্রকল্প এনেছে হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) মন্ত্রীসভা। যার মধ্যে একটি হল, যারা ভালো নম্বর তুলবে তাদের হাতে তুলে দেওয়া হবে একটা করে ব্র্যান্ড নিউ স্কুটি। সূত্রের খবর, চলতি বছর দ্বাদশ শ্রেণীতে পাশ করা প্রায় ৩৫ হাজার ৭৭৫ জন পড়ুয়া পাবে এই স্কুটি।

উল্লেখ্য, এই স্কুটি পাবেন তারাই যারা অসম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল (AHSEC)-এর অধীনে পড়াশোনা করেছেন। তারমধ্যে ৫ হাজার ৫৬৬ জন ছাত্র রয়েছেন যারা ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। অন্যদিকে ৩০ হাজার ২০৯ জন ছাত্রীও রয়েছেন যারা ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। এই সকলেই পাবেন স্কুটার।

আরও পড়ুন : ওটিপি-আঙুলের ছাপের ঝক্কি শেষ! রেশন বণ্টনে বিরাট পদক্ষেপ খাদ্য দফতরের

সম্প্রতি এই বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে অসমের পর্যটনমন্ত্রী জয়ন্ত মাল্লা বারুয়া জানিয়েছেন, “দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৩৫ হাজার ৭৭৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে স্কুটার দেবে অসম সরকার। ৩০ নভেম্বর এই স্কুটার বিতরণ অনুষ্ঠান হবে।” উল্লেখ্য, এবারের রাজ্য বাজেটে অসমের রাস্তা, সেতু, নতুন হাসপাতাল নির্মাণে বিশেষ জোর দিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। পাশাপাশি জোর দেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রেও।

pti08 08 2023 000320b 0 1692095365372 1692095393744

সূত্রের খবর, স্কুটারের পাশাপাশি ১৫ হাজার টাকার আর্থিক সাহায্যও করবে সরকার। আর এই আর্থিক সাহায্য পাবে ২৭ হাজার ১৮৩ জন পড়ুয়া যারা ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে। বাণীকান্ত কাকাতি পুরস্কার স্কিমের অধীনে এই স্কুটার দেওয়া হবে। এবং ২৯ নভেম্বর টাকা দেওয়া হবে আনুন্দরম বড়ুয়া পুরস্কার প্রকল্পের অধীনে। এছাড়াও ভুটান সরকারের জন্য তিনটি এমবিবিএস আসন সংরক্ষিত করার কথাও ভাবনাচিন্তা করছে হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রীসভা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর