করোনা থেকে মানুষকে বাঁচাতে Google Map নিয়ে এলো নতুন ফিচার, সুরক্ষিত হবে ট্রেন সফর

বাংলা হান্ট ডেস্কঃ গুগল (Google) নিজেদের ম্যাপ (Google Map) সার্ভিসে একটি নতুন ফিচার শুরু করেছে, যেখানে COVID-19 এর সাথে যুক্ত যাত্রা গুলোর নিষেধাজ্ঞার অ্যালার্ট পাওয়া যাবে। গুগল জানিয়েছে যে, এই বিশেষ ফিচারের মাধ্যমে ইউজাররা দেখতে পারবেন যে, কোন বিশেষ সময়ে রেলওয়ে স্টেশনে কত ভিড় হতে পারে, অথবা একটি নিশ্চিত রুটে বাস সীমিত সময়ের মধ্যে চলছে কি না।

গুগল তাদের ব্লগ পোস্টে জানিয়েছে যে, তাঁরা নিজেদের এই ট্রানজিট অ্যালার্ট সিস্টেম আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ড, আমেরিকা আর ব্রিটেনে শুরু করে দিয়েছে। গুগল জানিয়েছে যে, তাদের এই নতুন সিস্টেমের ফলে ব্যবহারকারীরে করোনার কারণে নিষিদ্ধ এলাকা এবং সীমান্তের সম্পূর্ণ তথ্য হাসিল করতে পারবে।

যদি আপনার শহরে COVID-19 এর প্রভাব থাকে, তাহলে আপনি গুগল ম্যাপের সাহায্যে প্রভাবিত এলাকার বিষয়ে জানতে পারবেন। এর সাথে সাথে আপনি গুগল ম্যাপ্স হোম স্ক্রিনে অ্যালার্ট নির্বাচিত করে রাখেন, তাহলে বর্তমান ম্যাপের ভিউ অনুযায়ী ওই এলাকার সমস্ত কাজের সন্ধানও পাবেন।

আরও পড়ুনঃ TikTok-কে টক্কর দিতে নতুন আপডেটের সাথে গুগল প্লে স্টোরে ফেরত আসল Mitron অ্যাপ

সম্প্রতি কোম্পানি লকডাউন অনুযায়ী গতিশীলতার পরীক্ষার জন্য আর স্বাস্থ্য আধিকারিকদের পরিসংখ্যান যাচাই করার জন্য ১৩১ টি দেশের গুগল ব্যবহারকারীর ফোন থেকে ডেটা বিশ্লেষণ করেছে। ওই বিশ্লেষণের আসল উদ্দেশ্য ছিল যে, মানুষ সামাজিক দুরত্ব আর ভাইরাসে লাগাম লাগানোর জন্য জারি করা অন্য নির্দেশিকা গুলোকে পালন করছে কি না।

আরও পড়ুনঃ নেট পাড়ায় লড়াইয়ের জের! ব্যানের মুখে দাঁড়িয়ে টিকটক, বাজার ধরতে মরিয়া গুগল

Google নিজেদের সার্চ অ্যাড্রেসে ব্যবসা থেকে শুরু করে গোটা বিশ্বের ডিজিটাল ম্যাপে বিলিয়ন ডলার নিবেশ করেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর