প্রতি বছর বাঁচবে ১৫০০ টাকা বিদ্যুতের বিল, শুধু বাড়িতে লাগাতে হবে এই অত্যাধুনিক সিলিং ফ্যান

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই বেশ ভালো ভাবে গ্রীষ্মের আগমন অনুভূত হচ্ছে। যার ফলে প্রতিটি বাড়িতেই ফের দেখা যাচ্ছে ফ্যান-কুলার এবং এসির ব্যবহার। স্বাভাবিকভাবেই এগুলির প্রত্যক্ষ প্রভাব পড়ছে বিদ্যুতের বিলে। তবে, আপনি চাইলেই এই ক্রমবর্ধমান বিদ্যুতের বিল খুব সহজেই কমিয়ে আনতে পারেন।

বর্তমান পরিস্থিতিতে বাজারে এমন কিছু ফ্যান এসেছে যেগুলি রিমোটের মাধ্যমে পরিচালিত হতে সক্ষম। শুধু তাই নয়, এই ফ্যানগুলিই এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেবে আপনাদের বাড়ির বিদ্যুতের বিলও। পরিসংখ্যান অনুযায়ী, এগুলির সাহায্যে প্রায় ১,৫০০ টাকা (Indian Rupee) পর্যন্ত সাশ্রয় করতে পারবেন গ্রাহকেরা।

সাধারণত, গ্রীষ্মের দাবদাহ থেকে রেহাই পেতে সকলে এসি-কুলারের ওপরেই বেশি নির্ভর করেন। আবার এগুলি রিমোটের সাহায্যে পরিচালনা করা যায় বলে ঘরের যে কোনো অংশ থেকেই এগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে, বর্তমানের আধুনিক দুনিয়ায় এই সুবিধাই উপলব্ধ থাকছে ফ্যানের মধ্যেও। আর যার ফলে নতুন এই ফ্যানগুলি চালানো যাবে রিমোটের মাধ্যমেই। শুধু তাই নয়, এর মাধ্যমে কারেন্টের বিল কমিয়ে আনার পাশাপাশি, পরিবেশ দূষণও কম হবে। বর্তমান প্রতিবেদনে এই ফ্যানগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হল।

JUPITER Quadcopter BLDC (Ceiling Fan with remote control)-এর মাধ্যমেই আপনি আপনার বাড়িতে একটি দুর্দান্ত ফ্যান নিয়ে আসতে সক্ষম হবেন। এই ফ্যানে আপনি রিমোটের সাহায্যেই এটি চালাতে বা বন্ধ করতে পারবেন। এছাড়াও, ফ্যানের গতি বাড়ানো বা কমানোও যাবে রিমোটের মাধ্যমে। মোট ৭ টি পর্যায়ে গতির স্তরগুলিকে বিভক্ত করা হয়েছে এখানে।

JUPITER Quadcopter BLDC ফ্যানটি একটি 4 ব্লেডের সিলিং ফ্যান। এর ভেতরে 1200 mm-এর BLDC মোটর থাকে। এই ফ্যানের বাজার মূল্য 5,000 টাকা, তবে এটি 28 শতাংশ ডিসকাউন্ট সহ 3,599 টাকায় কেনা যাবে। তবে, এই ফ্যানের বিশেষত্ব হল আপনি প্রতি মাসে 125 টাকা দিয়েও EMI-এর মাধ্যমে এটি কিনতে পারবেন। এছাড়াও, সংস্থার তরফে আপনাকে এই ফ্যানের মোটরটিতে 3 বছরের ওয়ারেন্টি দেওয়া হবে। পাশাপাশি, এই ফ্যানে বিদ্যুৎ খরচ হবে 30W। অনলাইন বিপণন সংস্থা ফ্লিপকার্ট থেকে এটি কিনতে পারবেন গ্রাহকেরা। এছাড়াও জেনে নিন আরও দু’টি রিমোট কন্ট্রোল ফ্যান সম্পর্কে।

Superfan Super Q 5 (Ceiling Fan with remote control):

এটি একটি ৩ ব্লেডের সিলিং ফ্যান। যা 1400 mm-এর BLDC মোটর সহ পাওয়া যায়। এই ফ্যানের বাজার মূল্য 7,740 টাকা, তবে এটি 17 শতাংশ ছাড়ের সাথে 6,390 টাকায় কেনা যাবে। এছাড়াও আপনি প্রতি মাসে 222 টাকা দিয়ে EMI-র মাধ্যমে এই ফ্যানটি কিনতে পারেন। পাশাপাশি, এই রিমোট কন্ট্রোল ফ্যানে 5 বছরের ওয়ারেন্টি দেওয়া হবে। এছাড়াও, এই ফ্যানের পাওয়ার খরচ 30W এবং এটিতে মোট ৩ টি গতির সেটিংস রয়েছে।

To Save 1500 indian rupee in Electricity Bill use New Advance Remote Control Ceiling Fan

Atomberg Renesa+ (Ceiling Fan with remote control):

এই ফ্যানটিতেও 3 টি ব্লেড রয়েছে। পাশাপাশি, এই ফ্যানে 1200 mm-এর BLDC মোটর রয়েছে। বাজারে এর দাম 5,740 টাকা। তবে এটি 28 শতাংশ ছাড় সহ 4,101 টাকায় কেনা যাবে। এছাড়াও আপনি প্রতি মাসে 143 টাকা দিয়ে EMI-র মাধ্যমে এই ফ্যানটি কিনতে পারেন। পাশাপাশি, Atomberg Renesa+ ফ্যানে আপনাকে 2 + 1 বছরের অন-সাইট ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এই ফ্যানের পাওয়ার খরচ 28W। এটিতে 5 টি গতির সেটিংস রয়েছে। তবে, সবচেয়ে বড় কথা হল, সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই ফ্যানটি প্রতি বছর 1500 টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর