মধ্যপ্রদেশে জাঁকজমক ভাবেই পালিত হবে দুর্গা পুজো, নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং

বাংলা হান্ট ডেস্কঃ মধ্য প্রদেশে (Madhya Pradesh) করোনা ভাইরাসে সঙ্কটের মধ্যেই দুর্গা পুজোর আয়োজন করা হবে। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) নির্দেশিকাও জারি করে দিয়েছেন। নির্দেশিকা অনুযায়ী, করোনার সংক্রমণের কথা মাথায় রেখে পুজো প্যান্ড্যালে ১০০ এর বেশি মানুষ একত্রিত হতে পারবেন না। নিয়ম কড়া ভাবে পালন করানোর জন্য সমস্ত আধিকারিকদের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে।

নির্দেশ অনুযায়ী, প্যান্ড্যালে প্রবেশ করা সবাইকেই মাস্ক পরতে হবে,। এর সাথে সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং প্যান্ড্যালকে নিয়মিত স্যানিটাইজ করতে হবে। এছাড়াও সরকার দুর্গা উজো আয়োজিত করা কমিটি গুলোকে প্যান্ড্যালে স্যানিটাইজার আর হ্যান্ড ওয়াশ মজুত রাখার আদেশ দিয়েছে।

যদিও এখনো পর্যন্ত মূর্তি আর প্যান্ড্যালের সাইজ নিয়ে সরকারের তরফ থেকে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রাপ্ত খবর অনুযায়ী, এবার সরকার আলাদা গাইডলাইন জারি করতে পারে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর