২০২৪ এর মধ্যে আর থাকবে না POK, বড় ভবিষ্যৎ বানী করলেন জগদগুরু রামভদ্রাচার্য

বাংলাহান্ট ডেস্কঃ রাম মন্দিরের পর এবার POK নিয়ে এক বড় ভবিষ্যদ্বাণী করলেন শ্রী তুলসী পীঠধীশ্বর জগদ্গুরু স্বামী রামভদ্রাচার্য মহারাজ (jagadguru rambhadracharyas)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জগদ্গুরু স্বামী রামভদ্রাচার্য। তিনি আবার পদ্মবিভূষণ সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

রবিবার তাঁর করা একটি মন্তব্য দেশের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। জগদগুরু রামভদ্রাচার্য মহারাজ বলেছেন, ২০২৪ সালের মধ্যেই ‘পাক অধিকৃত কাশ্মীর’ ভারতের অংশ হয়ে যাবে। আর এটা না হওয়া পর্যন্ত তিনি বিশ্রাম নেবেন না।

রাম মন্দিরের ভূমি পূজনের পূর্বেই এই জগদ্গুরু স্বামী রামভদ্রাচার্য এক ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি বলেছিলেন, ৬ ই ডিসেম্বর ২০২০-র আগে রাম জন্মভূমি অযোধ্যায় একটি বিশাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আর ভবিষ্যতে দেখা যায় তাঁর নির্ধারিত সময়ে আগেই সেখানে রাম মন্দিরের ভূমি পূজন করা হয়।

আর এবার POK নিয়ে এক বড় ভবিষ্যদ্বাণী করলেন তিনি। তাঁর দাবী, ২০২৪ সালের মধ্যেই ‘পাক অধিকৃত কাশ্মীর’ ভারতের অংশ হয়ে যাবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নেওয়া এবং এটি ভারতের অবিচ্ছেদ্য অংশ না হওয়া পর্যন্ত তিনি বিশ্রাম নেবেন না। মোদী সরকার খুব দক্ষতার সঙ্গেই এই কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি।

রামভদ্রাচার্য মহারাজ,jagadguru rambhadracharyas,বাংলা খবর,নরেন্দ্র মোদী,ভারত,bangla news,india,narendra modi,pok

পাশাপাশি করোনা আবহে এই ভাইরাস প্রতিরোধে এবং এক কোটিরও বেশি দেশাবাসীকে টিকা দিয়ে ঐতিহাসিক মুহূর্ত তৈরি করায়, কেন্দ্রের মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জগদ্গুরু স্বামী রামভদ্রাচার্য।

চিত্রকূটে ভগবান শ্রী রামের তপোভূমিতে এশিয়ার প্রথম দিব্যাং বিশ্ববিদ্যালয় ‘জেআরএইচইউ’ প্রতিষ্ঠা করেন স্বামী রামভদ্রাচার্য মহারাজ। আর সেখানেই দেশের লক্ষ লক্ষ দিব্যাঙ্গদের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে বেঁচে থাকার সুযোগ দিচ্ছেন তিনি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর