ঘাস খেয়ে, বৃষ্টির জল পান করে সমুদ্রের মধ্যে ১২ দিন বেঁচে থাকা! অবাক করবে এই যুবকের লড়াই

বাংলাহান্ট ডেস্ক : ২৮ বছর বয়সী এক ব্যক্তি চেষ্টা করছিলেন তার ছোট নৌকার সাহায্যে একা ইংলিশ চ্যানেল পার হতে। কিন্তু, পার হতে গিয়েই বাধল বিপত্তি। হঠাৎ করেই তার নৌকা মাঝ সাগরে উল্টে গেলে সে জলেতে ডুবে যেতে থাকে। ১১ দিন হাজারো চেষ্টায় তিনি সেখান থেকে বার হতে পারেননি। এই সময়, ব্যক্তিটি সামুদ্রিক শৈবাল খেয়ে এবং বৃষ্টির জল পান করে বেঁচে ছিলেন। তবে ১২ দিন পর জেলেরা তাকে দেখতে পায়, তারপর তারা তাকে উদ্ধার করে। তারপর কি হল চলুন জেনে নেওয়া যাক….

জানা গিয়েছে, ২৮ বছর বয়সী ব্রিটিশ নাগরিক ড্যানিয়েল লুইস এমন বিপদের সম্মুখীন হয়েছিলেন। যদিও সমুদ্রের মাঝখানে আটকে পড়লেও ড্যানিয়েল জলে এমন একটি ভাসমান বস্তুর সন্ধান পেয়েছিলেন যেটি সমুদ্রে নাবিকদের সতর্ক করে। সেই বস্তুটি সাধারণত সমুদ্র/নদীর তলদেশে বাঁধা থাকে। ড্যানিয়েল সেই বস্তুটিকে আঁকড়ে ধরেই কয়েকদিন ধরে সেখানেই বসে থাকেন। ১২ দিন ধরে তিনি সামুদ্রিক শৈবাল খেয়েছিলেন এবং তার জীবন বাঁচাতে বৃষ্টির জল পান করেছিলেন। এসময় ডাচ জেলেদের একটি দল তাকে দেখতে পায়। এরপরেই তারা ঠাণ্ডায় কুঁকড়ে যাওয়া ড্যানিয়েলকে উদ্ধার করে।

British man,English Channel,Spain,Rain water

মৎস্যজীবী দলের সদস্য তিউনিস ভ্যান লুউত বলেছেন, ড্যানিয়েল তাকে বলেছিলেন যে তিনি ১৫ অক্টোবর থেকে সমুদ্রে ছিলেন। বেশি কথা বলার মতো অবস্থায় ছিলেন না তিনি। তিউনিস ড্যানিয়েলকে দেখতে পেয়ে তার কোস্ট গার্ডকে ডাক দেন। তারাই ড্যানিয়েলকে সেখান থেকে উদ্ধার করেন। এখন পর্যন্ত,ড্যানিয়েল নিরাপদ এবং সুস্থ। হাসপাতালে তার চিকিৎসা করা হচ্ছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর