AAP নেতা তাহির হোসেনের বাড়ির ছাদ থেকে মিললো প্রচুর পেট্রোল বোম, পাথর, চাপে কেজরিওয়াল

শনিবার থেকে অশান্তির কারনে উত্তপ্ত দিল্লি। উগ্রবাদী সিএএ বিরোধী কট্টরপন্থীদের রোষ থেকে বাদ যাচ্ছে না কেউই। এই অশান্তির আগুন কিভাবে কমানো সম্ভব হবে তাও এখন বলা মুশকিল। পরিস্থিতি যে দিকে আস্তে আস্তে এগোচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে অশান্তির আচ আস্তে আস্তে অন্য রাজ্যগুলিতেও ছড়িয়ে পরতে পারে। কিন্তু এই নিয়ে ইতিমধ্যে ততপরতা দেখিয়েছে দিল্লি প্রশাসন।

এসব কিছুর মধ্যে বিজেপির একাধিক নেতাদের মন্তব্য বিতর্কের  রুপ নিয়েছে। আর এবার নতুন করে বিতর্কে জড়ালেন আম আদমি পার্টির এক নেতা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হিংসা উপদ্রুত খাজুরি খাস এলাকায় আপ কাউন্সিলর তাহির হোসেনের বাড়ির ছাদে সার দিয়ে রাখা রয়েছে পেট্রল বোমা। এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে।ADDআর এই ভিডিও শেয়ার করে বিজেপি দাবি তুলেছে, হিংসায় মদত দিচ্ছে আপ নেতা।  আর তাকে গ্রেফতার করার দাবি তুলেছে বিজেপির নেতারাও। ভিডিওতে দেখা গেছে ছাদে পায়চারি করছে তাহির, আর পাশেই চলছে এসব বেআইনি কাজের প্রস্তুতি। এই ভিডিওগুলি নিয়ে আপ নেতার বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা কপিল মিশ্র ও অমিত মালব্য। কারন ভিডিওতে তাহির মুখ্য ভূমিকা নিয়েছিলো । এসব কিছুর মধ্যে আবার তাহির বলেছেন, “আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। নোংরা সাম্প্রদায়িক রাজনীতির খেলা খেলছে কিছু লোক। উন্মত্ত জনতা আমার বাড়ি-অফিস ঘিরে ফেলে।

খবর দেওয়ার অনেক পরে পুলিশ এসে পৌঁছয়। তারা এসে বাড়ি থেকে আমাকে এবং আমার পরিবারকে বের করে নিয়ে যায়। তারপর বাড়ি বন্ধ করে দেয়। আমি পুলিশকে বলেছিলাম, বাড়ি যেন ফাঁকা না রাখে তারা। একবার পুলিশ সরে গেলেই দাঙ্গাবাজরা বাড়ি দখল করে নিতে পারে। আমার আশঙ্কাই সত্যি হল” । এসব কিছুর পরেও থামেনি বিতর্ক। কারন দিল্লির পরিস্থিতি এখন যেই জায়গায় গিয়ে পৌছেছে তাতে চিন্তার ভাজ পড়েছে প্রশাসনের। আর তার মধ্যে আবার নতুন করে এসব।

সম্পর্কিত খবর