বীরভূম এখন বোমের স্তূপ

 

সৌগত মন্ডল
রামপুরহাট-বীরভূম

এখন সংবাদ মাধ্যমের শিরোনামে বীরভূমে। লোকসভা ভোটের আগে থেকেই উত্তপ্ত বীরভূম। ভোট পরবর্তী হিংসা শুরু করে কাটমানি নিয়ে এখনও উত্তপ্ত বীরভূমে সকল গ্রাম ও শহর। গতকয়েক দিন ধরেই বীরভূমে এতো পরিমাণে বোম ও বিস্ফোরক সামগ্রীর মজুতের ছবি প্রকাশ্যে আসছে, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন উঠছে একটাই বীরভূম জেলা পুলিশ কি এদম নিস্ক্রীয়??

সুতলি বোমা ও সকেট বোমার পর এবার ডিনামাইট বোমা তৈরির বিপুল পরিমান বিস্ফোরক সামগ্রী উদ্ধার করলো রামপুরহাট থানার পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রীর মধ্যে রয়েছে এগারো হাজার ন শো কেজি আমোনিয়া নাইট্রেট ও ৮০ হাজার ডিটোনেটর উদ্ধার করলো রামপুরহাট থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বীরভূমের রামপুরহাট থানার বড়জোল গ্রাম সংলগ্ন একটি কালভার্টের নিচে থেকে এই বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী গুলি উদ্ধার করে পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে পুলিস যায় ঘটনাস্থলে।

তবে এই ঘটনায় কাওকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এতো পরিমান বিষ্ফোরক এখানে কে বা কারা রেখে গেল, সে নিয়েই তদন্তে রামপুরহাট থানার পুলিশ। এছাড়াও এর সাথে জেএমবি যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে এদিন বীরভূমের পাড়ুই ও নানুরে ফের বোমা উদ্ধার । সবমিলিয়ে এখন বলাযেতেই পারে বীরভূম এখন বোমের কারখানা বা স্তূপ। এইসবের পিছনেকি রাজনৈতিক দলের কোনো হাত রয়েছে ?

সম্পর্কিত খবর