আজ বৃষ্টিতে ভিজবে কলকাতা, সামনের সপ্তাহেই রাজ্যে ঢুকছে বর্ষাঃ আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্ক: বিগত বেশ কয়েকদিন ধরেই গুমোট গরমে কাহিল অবস্থা বঙ্গবাসীর। তবে এবার একটু আশার আলো দেখাল আলিপুর আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরেই বাতাসে ক্রমাগত বেড়েছে জলীয়বাষ্পের পরিমাণ। যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অস্বস্তিও। কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মানুষ অপেক্ষা করে থেকেছে কয়েক পশলা বৃষ্টির। এবার সেই আশাতেই সবুজ সংকেত দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ অর্থাৎ বৃহস্পতিবারই দেখা মিলতে পারে বৃষ্টির। এই বৃষ্টিই তাপমাত্রা এবং গুমোট গরম থেকে অনেকটা রেহাই দেবে বলেই জানাচ্ছে মৌসম ভবন।

   

আবহাওয়ার খবর এক নজরে
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৫%
বাতাস : ১২.১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯১%
আজকের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে , আজ শহরে বৃষ্টির সম্ভবনা আছে, যা বাতাসের আপেক্ষিক আদ্রতা এবং গুমোট গরম থেকে অনেকটাই স্বস্তি দেবে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়ায়। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৮৫ শতাংশ। শহরে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় সারাদিনই মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত গুমোট গরমে অস্বস্তি ভোগাবে শহরবাসীকে।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ রয়েছে বৃষ্টির সম্ভবনা। গত কয়েকদিন ধরেই ক্রমাগত আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধির কারনে বেড়েছে অস্বস্তি। বিকেলের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। যার ফলে গুমোট গরম অনেকটা কমবে বলে মনেই করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহেই উত্তরবঙ্গে ঢুকছে বর্ষা। ফলে প্রাক বর্ষা বৃষ্টিপাতে ভিজবে গোটা উত্তরবঙ্গই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে শনিবার থেকেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার কারনে কাল গুমোট গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে কাল ভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। কাল কলকাতার তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস থেকে ২৬° সেলসিয়াস।

এবছর সময়ের আগেই আন্দামানে প্রবেশ করেছিল মৌসুমি বায়ু। আগামী ২-৩ দিনের মধ্যেই তা প্রবেশ করছে উত্তরবঙ্গে। তার জেরেই আপতত ঝড় বৃষ্টি চলবে রাজ্য জুড়ে। ঝড় বৃষ্টিতে ভিজবে শহর কলকাতাও। বর্তমান বছরে স্বাভাবিক হবে বর্ষা। আগামী কয়েকদিনের মধ্যেই গোটা রাজ্যেই বর্ষার দাপট শুরু হয়ে যাবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত । এই অক্ষরেখাটি উত্তর প্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে চলে গেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর