১২ ঘন্টা কাজের পরেও শুধুমাত্র জল দিয়ে রুটি খাচ্ছেন বয়স্ক নিরাপত্তারক্ষী! ভাইরাল ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করেন না এমন মানুষ রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। পাশাপাশি, সেখানে প্রতিনিয়ত ভাইরাল (Viral) হওয়া ভিডিওগুলিও দেখতে পছন্দ করেন নেটিজেনরা। তবে, সেগুলির মধ্যে মাঝে মাঝে এমন কিছু ভিডিও সামনে আসে যেগুলি গভীরভাবে নাড়া দেয় সবাইকে। শুধু তাই নয়, ওই ভিডিওগুলি আমাদের নতুন করে ভাবতেও শেখায়।

সেই রেশ বজায় রেখেই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল ভাইরাল হচ্ছে। যেখানে দেখা গিয়েছে, একজন বয়স্ক নিরাপত্তারক্ষী সারাদিন যাবৎ কাজ করার পরেও খিদে মেটাতে শুধুমাত্র জল দিয়ে রুটি খাচ্ছেন। এমতাবস্থায়, যাঁরা প্রতিদিন খাবার নষ্ট করেন তাঁদের কাছে এই ভিডিওটি কঠিন বাস্তবটিকেই তুলে ধরেছে।

শুধুমাত্র জল দিয়েই রুটি খাচ্ছেন ওই নিরাপত্তারক্ষী: মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটি অঙ্কিত যাদব বোজা নামে একজন ব্যবহারকারী তাঁর টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। যেখানে অঙ্কিত ক্যাপশনে লিখেছেন যে, ১২ ঘন্টা কাজ করার পরেও ওই নিরাপত্তারক্ষী জল দিয়ে রুটি খাচ্ছেন। পাশাপাশি, ভিডিওটিতেও ওই চিত্র ফুটে উঠেছে।

ভিডিওটিতে দেখা গিয়েছে যে, ওই বয়স্ক নিরাপত্তারক্ষীর সামনে একটি থালায় জল রয়েছে। এমতাবস্থায়, তিনি রুটির টুকরোগুলিকে শুধুমাত্র জলে ভিজিয়ে সেগুলো খাচ্ছেন। কাজের পর ক্ষুধার্ত অবস্থায় তিনি ওইভাবেই তাঁর ক্ষুধা নিবারণ করছেন। এদিকে, এই ভিডিওটিই এখন তুমুল ভাইরাল নেটমাধ্যমে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত প্রায় ৪ লক্ষ ৬০ হাজার বার ভিডিওটি দেখা হয়েছে।

https://twitter.com/Ankitydv92/status/1610108670700040192?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1610108670700040192%7Ctwgr%5E55a2e4a20f83d9c29283471dabe74b524930fb5d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fawesomegyan.co%2Fsecurity-guard-eating-chapati-with-water%2F

পাশাপাশি, ভিডিওটির পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। ওই বয়স্ক নিরাপত্তারক্ষী যেভাবে শুধুমাত্র জল দিয়েই রুটি খাচ্ছেন তা দেখে সকলেই তাঁর অসহায়তা এবং আর্থিক অবস্থার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এছাড়াও, অনেকে আবার প্রতিদিন আমাদের দেশে যেভাবে অযথা খাবার অপচয় হয়ে সেই প্রসঙ্গটি উপস্থাপিত করে ওই অপচয় যাতে বন্ধ হয়ে সেই দিকটি তুলে ধরেন। উল্লেখ্য যে, আমাদের দেশে ভারতে প্রায় ১৯০ মিলিয়ন মানুষ প্রতি রাতে অভুক্ত অবস্থায় ঘুমোতে যান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর