৫ বছর ধরে দেশে ‘সুপার ইমারজেন্সি’ চলছে : ইতিহাস সাক্ষী রেখে মোদিকে আক্রমণ মমতার

বাংলা হান্ট ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান আইশৃঙ্খলা নিয়ে বিরোধীদের সমালোচনার শিকার হয়েছেন একাধিকবার। কিন্তু তিনি যে কখনো চুপ থাকেন না তা আবারো প্রমাণ করলেন, ইন্দিরা গান্ধীর ১৯৭৫-এর ‘জরুরি অবস্থা’র বর্ষপূর্তিকে হাতিয়ার করে কেন্দ্রকে আক্রমণ করলেন তিনি। মোদির-শাহের শাসনকে কটাক্ষ করে নেত্রী বললেন “বিগত ৫ বছর ধরেই দেশের জরুরী অবস্থা চলছে।” এর পাশাপাশি মমতা বন্দোপাধ্যায়, অতীত থেকে শিক্ষা নিয়ে, নতুন করে গণতন্ত্র তৈরি করার ডাক দিয়েছেন।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের পর থেকেই বারবার অশান্তির চোটে ভোগান্তিতে রাজ্যবাসী। ভোট-পরবর্তী হিংসায় তৈরি হয়েছে অচলাবস্থা। এমনকি কয়েকদিন আগে বিপুলভাবে পরিস্থিতির অবনতি হওয়ায়, রাষ্ট্রপতি শাসন জারির কথা বলে পদ্ম শিবির। লালবাজার অভিযান, ধরনা, এসব প্রায় লেগেই আছে বিগত লোকসভা ভোটের পর থেকে। তবে এই নিয়েও তৃণমূল সুপ্রিমো ইন্দিরার জরুরি ব্যবস্থার ৪৪তম বর্ষপূর্তিতে  ‘সুপার এমার্জেন্সি’র আখ্যা দিয়েই বিদ্রুপ করেছেন মোদী-শাহ জুটিকে।

সম্পর্কিত খবর