জম্মু- কাশ্মীরের কাঠোয়ায় আট বছরের নাবালিকা আসিফাকে ধর্ষণে অভিযুক্ত পুলিস কর্মী দীপর খাজুরিয়ার হবু স্ত্রী মুখ খুললেন। ক দিনের মধ্যেই যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ‘ধর্ষক’, ‘খুনি’দীপকের।
যার সঙ্গে বিয়ের কথা সেই মহিলা জানালেন, ‘ এই ঘটনায় ওর নাম জড়ানোর পর থেকে ওর সঙ্গে আমার আর দেখা হয়নি। ওর চোখ দিকে তাকিয়ে আমি প্রশ্ন করব, ”তুমি কী সত্যিই এই কাজটা করেছো! আমি ঠিক বুঝে যাবো সত্যি কথাটা। যদি ও সত্যিই অপরাধী হয় তাহলে ওকে আমি কোনওদিন ক্ষমা করব না, ওর ফাঁসির দাবিতে মিছিল করব। কিন্তু যদি ও বলে অপরাধটা করেনি, তাহলে ওর জন্য আমি আজীবন অপেক্ষা করবো, আজীবন…”
জম্মু- কাশ্মীরের কাঠুয়াতে ৮ বছরের এক শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণের পর নৃশংস ভাবে খুন করা হয়। চলতি বছরের জানুয়ারির এই ঘটনা নিয়ে এখন তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর পুলিস কাঠুয়াকাণ্ডে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে চার্জশিটও পেশ করেছে। বাকি একজন নাবালক হওয়ার তার বিরুদ্ধে পসকো আইনে মামলা রুজু হয়েছে।