নানা বাধার পরও বক্স অফিসে চার দিনে কেমন ব্যবসা করলো ‘কবীর সিং’? জেনে নিন

বাংলা হান্ট ডেস্ক: গত শুক্রবার, অর্থাৎ ২১ জুন মুক্তি পায় ‘কবীর সিং’। শাহিদ কাপুর-কিয়ারা আডবাণী অভিনীত ‘কবীর সিং’ মুক্তির প্রথম দিনেই ২০.২১ কোটি টাকার ব্যবসা করে ফেলে। বেশ কয়েকটি বাধা সত্বেও গত কয়েক দিনের মধ্যে 87 কোটি ছাড়িয়ে গেল এই ছবি।

সমালোচকদের মতে,কবীর সিং ছবিটি বক্স অফিসে সেভাবে সাফল্য না পাওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে,যার প্রথম কারণ, ছবিটি উৎসবের মরশুমে মুক্তি পায়নি। দ্বিতীয়ত, মুক্তির পরদিন অর্থাৎ শনিবার ছিল ভারত-আফগানিস্তানের বিশ্বকাপ ম্যাচ সুতরাং সেদিনও তেমন ব্যবসা হয়নি ।এদিকে উৎসবের মরশুম না হওয়ায় টিকিটের দামেও কোনও নড়চড় হয়নি। উপরন্তু ট্রেলার দেখে অনেকেই এই প্রশ্ন তুলেছিলেন এই ছবিতে পুরুষের ঔদ্ধত্য ও নারীর ওপর তার অধিকারকে ভীষন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এরকম একটি চরিত্রে অভিনয় করতে শাহিদ কেন রাজি হলেন? আর এইরকম চরিত্রের কারণেই অনেকে তা পছন্দ করেনি।এতগুলো বাধা থাকা সত্বেও বক্স অফিসে রমরমিয়ে চলছিল ‘কবীর সিং’। ছবিপ্রেমীরা শহীদের অভিনয়ের প্রশংসায় সরব হয়। বলা হচ্ছিল এই ছবি শাহিদের কেরিয়ারের অন্যতম মাইলফলক।

প্রসঙ্গত, ‘জব উই মেট’ ও ‘হায়দার’-এর পর শাহিদের কোনও ছবিই বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। ‘উড়তা পাঞ্জাব’ ব্যবসা করেছিল ৬০ কোটি টাকার। সেই তুলনায় ‘কবীর সিং’-এর এই চরদিনেই সংগ্রহই 87 কোটি। চলতি বছরে বক্স অফিস প্রথম দিনের কামাইয়ে প্রথম পাঁচটি ছবির তালিকায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে শাহিদের ছবি। ‘ভারত’, ‘কলঙ্ক’ ও ‘কেশরী’-র পর চতুর্থ স্থানেই ‘কবীর সিং’। পঞ্চম স্থানে রয়েছে রণবীর সিং-আলিয়া ভাট অভিনীত ‘গালি বয়’। এমনকি ‘পদ্মাবত’ কেও পেছনে ফেলে দিয়ে এগিয়ে গিয়েছে এই ছবি।

প্রসঙ্গত,তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’-র রিমেক হল ‘কবীর সিং’। ‘অর্জুন রেড্ডি’তে অভিনয় করেছিলেন বিজয় দেবেরাকোণ্ডা ও শালিনী পাণ্ডে। দুটি ছবিরই পরিচালক একই, সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ‘কবীর সিং’ এমন সময় মুক্তি পেয়েছে যখন সলমান-ক্যাটরিনা অভিনীত ‘ভারত’-এর বাজার সবেমাত্র পড়তে শুরু করেছে।

c5166 img 20190625 wa0163

‘কবীর সিং’-এর বাজেট ছিল মাত্র ৬০ কোটি। মুক্তির প্রথমদিকের এই সাফল্য আগামী দিনেও ধরে রাখতে পারবে কিনা,এই ছবির মোট বক্স অফিস কালেকশন কত হয় এবং কতগুলি ফিল্ম ফেয়ার এই ছবির ঝুলিতে ঢোকে তা দেখা এখন সময়ের অপেক্ষা।

সম্পর্কিত খবর