আবারও নাম বদল! দিল্লির মহম্মদপুরের নাম বদলে মাধবপুরম করল বিজেপি

বাংলাহান্ট ডেস্ক : দেশের একাধিক জায়গার নাম পরিবর্তন করাটা বিজেপির অন্যতম কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। রাস্তা থেকে শুরু করে স্টেডিয়াম কিংবা আস্ত শহরের নাম সবই বদল করে ইতিমধ্যেই নজির গড়েছে কেন্দ্রের গেরুয়া সরকার। এবার সেই পদাঙ্ক অনুসরণ করেই নামবদলের ঝড় এসে লাগল দিল্লিতেও। দিল্লির একটি গ্রামের নাম রাতারাতি বদল করে দিল দিল্লি বিজেপি।

   

দিল্লির মহম্মদপুর নামক একটি গ্রামের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হল মাধবপুরম। এদিনের এই নাম বদলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা ভগৎ সিং টোকাস। এছাড়াও ছিলেন দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তাও। নাম বদলে যে যার পর নাই খুশি হয়েছেন আদেশ তা বলাই বাহুল্য।

আদেশ গুপ্তা এই অনুষ্ঠানের ছবি ট্যুইটারে সবার সঙ্গে ভাগ করে নিয়ে লেখেন, ‘কর্পোরেশনে মাধবপুরম গ্রামের নামকরণের প্রস্তাব পাশ হওয়ার পর, আজ গ্রামের নামকরণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন থেকে এই গ্রামটি মাধবপুরম নামে পরিচিত হবে। স্বাধীনতার ৭৫ বছর পরও দাসত্বের কোনও প্রতীক যেন আর না থাকে। কোনও দিল্লিবাসীও তা চান না।’

কিন্তু এভাবে কি রাতারাতি বদলে ফেলা যায় কোনও।জায়গার নাম? সেই প্রশ্নের সাফাইও অবশ্য দিয়েছেন আদেশ গুপ্তা। এই প্রসঙ্গে তিনি বলেন,’আমরা আমাদের দিক থেকে এটা করলাম। এখন দিল্লি সরকার বলবে, নামটা বদলান উচিত কি না।’ স্থানীয় বিজেপি জনপ্রতিনিধি টোকাসই নামবদলের আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে নামটা বদলানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘একটা সময় এই গ্রামের নাম মাধবপুরমই ছিল। মুঘল জমানায় স্থানীয় বাসিন্দাদের ভয় দেখিয়ে এই গ্রামের নাম জোর করে বদলানো হয়েছিল। স্থানীয় বাসিন্দারা তাই অনেক দিন ধরেই নাম বদলের দাবি জানাচ্ছিলেন। এবার পূর্ণ হল সেই দাবিই।’

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর