বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার তীব্র নিন্দা করল ঢাকার বিশিষ্টজনেরা

বাংলা হান্ট ডেস্ক:কলকাতায় বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার ঘটনার তীব্র নিন্দা করলেন বাংলাদেশের বিশিষ্ট জনেরা।যারা এ ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

এই ঘটনার প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি সাংস্কৃতিক সংগঠন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন।

f3c60 vidyasagar statue vandalism 160529 730x419 mবাংলাদেশের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন,”মানবতা বাদী এবং জ্ঞানী বিদ্যাসাগরের তো কোন রাজনৈতিক পরিচয় নেই তার কাছে বাঙালির ঋণ অপরিসীম। তার ঋণ কিভাবে শোধ করা যায় বাঙালি দুশো বছরেও তা ভেবে উঠতে পারেনি। বিদ্যাসাগরের ভাস্কর্য কে অসম্মান করা,সেটিকে ভেঙে চুরমার করা ঘটনা আর যাই হোক ঋণ পরিশোধের উপায় নয় এই ঘটনার তীব্র নিন্দা করছি।”

সম্পর্কিত খবর