“সিআরপিএফ না থাকলে আমার কাল বেঁচে ফেরা কঠিন ছিল”: অমিত শাহ

বাংলা হান্ট ডেস্ক : গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহে্র রোড শো কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার বিদ্যাসাগর কলেজ। ভেঙে ফেলা হয় কাঁচের বাক্স বন্দী বিদ্যাসাগরের মূর্তি।

এই প্রসঙ্গে অমিত শাহ্ বলেন, ” আমাদের কর্মীরা রাস্তায় ছিল। তৃণমূলের ছেলেরাই কলেজের ভেতরে ছিল। মূর্তির ঘরের চাবিও ছিল ওদের কাছেই। কাজেই এটা পরিষ্কার যে তৃণমূলের লোকেরাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে তৃনমূল।ওরা আছে বলেই এত অশান্তি।”

তিনি আরও বলেন, ” সিআরপিএফ না থাকলে আমার কাল বেঁচে ফেরা কঠিন ছিল। সৌভাগ্যক্রমে আমি বেঁচে ফিরেছি। তৃণমূল সব করতে পারে। গণতন্ত্রকে নষ্ট করছে ওরা। ২৩ তারিখের পর তৃণমূলের দিন শেষ। মানুষই ছুঁড়ে ফেলে দেবে মমতাকে। হিংসা দিয়ে জেতা যায় না। ৩০০র বেশি আসন পাবো আমরা।

36a0c img 20190515 wa0035মোদিই হবে দেশের প্রধানমন্ত্রী।” এভাবেই মূর্তি ভাঙা কাণ্ড নিয়ে তৃণমূলকে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ্।

সম্পর্কিত খবর