বিদেশ হোম পেজ
সিপিএম পার্টির সদস্যের আয় কোটি কোটি টাকা
বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি পিপলস ডেইলি পত্রিকায় একটি প্রতিবেদনে দেখা গিয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সদস্য জ্যাক মার নাম।
কোটি কোটি টাকার মালিক ই-কমার্স সংস্থা আলিবাবার কর্ণধার তিনি। আলিবাবার পাশাপাশি কমিউনিস্ট দলের সক্রিয় সদস্য ও তিনি।
পিপলস ডেইলি তে প্রকাশিত প্রতিবেদনে লক্ষ্য করা গেছে, দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এমন ১০০ জন দলীয় সদস্যের মধ্যে তার নাম রয়েছে। তবে এই নিয়ে আলিবাবার তরফে কোন মন্তব্য করা হয়নি।
কেবলমাত্র বার্ষিক উন্নয়নকারী সদস্যদের তালিকাতেই এই কমিউনিস্ট সদস্যের নাম পাওয়া গেছে।
প্রতি মুহূর্তের সব রকম খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইট করুন